নয়া দিল্লি: ফের আগুনের করাল গ্রাসে রাজধানী। মঙ্গলবার করোল বাগের হোটেল অর্পিত প্যালেসের পর এবার দিল্লির পশ্চিমপুরী এলাকার একটি বস্তিতে আগুন। পুড়ে ছাই হয়ে গেল ২৫০টিরও বেশি ঝুপড়ি। মধ্যরাতে এই ভয়াবহ আগুন লাগার পর এলাকাজুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। দমকলের ২৬টি ইঞ্জিনের দু ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দিল্লির কনকনে ঠান্ডায় সব হারিয়ে রাস্তায় রাত কাটাতে হয় বস্তিবাসীদের। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে মঙ্গলবার করোল বাগের হোটেল অর্পিত প্যালেসের পাঁচতলা বিল্ডিং থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় চতুর্দিক। মৃত্যু হয় ১৭ জনের। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ২৭ টি ইঞ্জিন। প্রাণ বাঁচাতে চার তলা থেকে ঝাঁপ দিতে দেখা যায় তিন জনকে। মারণ ঝাঁপে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু সহ ২ জনের। বারবার আগুন লাগার ঘটনায় ক্ষোভে ফুসছে দিল্লিবাসী।