নয়াদিল্লি: ফের আগুনের করাল গ্রাসে রাজধানী। মৃত ১৭ । মঙ্গলবার ভোর চারটে নাগাদ দিল্লির করোল বাগের হোটেল অর্পিত প্যালেস ভয়াবহ আগুন লাগে। পাঁচতলা বিল্ডিং থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় চতুর্দিক। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ২৭ টি ইঞ্জিন। প্রাণ বাঁচাতে চার তলা থেকে ঝাঁপ দিতে দেখা যায় তিন জনকে। মারণ ঝাঁপে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে শিশু সহ ২ জনের। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। প্রায় ৩৫ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সূত্রের খবর দুর্ঘটনার সময় হোটেলে প্রায় ৬০ জন উপস্থিত ছিলেন। বেশিরভাগ মানুষের শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে এমনটাই জানা গিয়েছে।