Date : 2024-03-29

শেক্সপিয়ার সরণীর স্বর্ণ বিপনিতে আগুন

কলকাতা: সাত সকালে শহরে একটি স্বর্ণ বিপনিতে আগুন লাগার ঘটনায় উত্তেজনা ছড়াল। শুক্রবার সকাল সাড়ে ৯ টা নাগাদ শেক্সপিয়ার সরণী এলাকায় ঘটনাটি ঘটে। হঠাৎ ওই বন্ধ দোকান থেকে ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন এলাকাবাসীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩ টি ইঞ্জিন। আগুনের ভয়াবহতা যাতে না বাড়ে তার জন্য অত্যাধুনিক পদ্ধতিতে আগুন নেভানোর কাজ করেছে দমকল। দোকানের দরজা খুলতেই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুন নেভাতে দোকানের ভেতর থেকে একটি মোটা পাইপ বসানো হয়। ওই পাইপটিকে দমকলের ভাষায় ‘স্মোক এগজস্টার’ বলা হয়।

এর মাধ্যমে আগুন লাগার ফলে কালো ধোঁয়া গোটা এলাকায় ছড়িয়ে না পড়ে ওই পাইপের মধ্য দিয়ে বেরিয়ে যায়। আগুন নেভানোর কাজে সুবিধা হয় দমকল কর্মীদের। ধোঁয়ার কারণে আগুন নেভাতে প্রায়শই অসুবিধায় পড়তে হয় দমকল কর্মীদের। এই অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারের ফলে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সোনার দোকানের। বন্ধ দোকানে কিভাবে আগুন লাগলো তার কারণ এখনো স্পষ্ট নয়। তবে দোকান বন্ধ থাকায় কোনও হতাহতের খবর নেই। ওই স্বর্ণ বিপনিতে জরুরি কাগজপত্র সহ বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দমকলের অনুমান, সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। পুলিশ আগুন লাগার ঘটনার তদন্ত শুরু করেছে।