Date : 2024-04-19

জেআইএস গ্রুপের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত হল হ্যাকাথন ফাইনাল

কলকাতা: জেআইএস গোষ্ঠির অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গুরু নানক ইন্সটিটিউট অফ টেকনোলজিতে আয়োজিত হতে চলেছে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০১৯-এর ফাইনাল। পর পর তিনবার হ্যাকাথনের ফাইনাল আয়োজনের সুযোগ পেল জেআইস গ্রুপ। তৃতীয় হ্যাকাথন ২০১৯ সফটওয়্যার এডিশনের-এর ফাইনাল হবে ২ ও ৩ মার্চ। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের অন্তর্গত অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিকাল এডুকেশনের উদ্যোগে সফটওয়্যার সংস্করণ আনা হয়েছে। কোন দেশ এগিয়ে যাওয়ার অনেকটাই নির্ভর করে তরুণদের উপর। তাদের প্রতিভাকে উন্নত করতেই এই প্রয়াস। দেশের কাজে প্রশাসনের কাজে উন্নতি আনতে এই কর্মসূচী তৈরি করা হয়েছে। আইফোরসি, মাইগভ, পারসিস্টেন্ট, এম আই সি, ডেভেন্ট প্রভৃতির সহযোগিতা রয়েছে এই কর্মসূচীতে। জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তরণজিৎ সিং জানান, এই অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব পেয়ে তারা গর্বিত। দেশের ৪৯ টি নোডাল সেন্টার, ১৩৫০ টি দলের ১০,৮০০ প্রতিযোগি অংশ নেবে এই প্রতিযোগিতায়। এরফলে তাদের মধ্যে উদ্ভাবনী ক্ষমতা আরও বাড়বে। জেএনআইটি ক্যাম্পাসে ২ মার্চ ৭টা ৩৫ মিনিটে ফাইনাল শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর, এআইসিটিই-র চেয়ারম্যান অনিল সহস্র বুদ্ধে।