Date : 2024-04-24

অগ্নিগর্ভ অরুণাচল প্রদেশ,মৃত ১

ইটানগর: দুটি উপজাতি সম্প্রদায়কে স্থায়ী নাগরিকত্ব দেওয়ার সরকারী সিদ্ধান্তের পর থেকেই অগ্নিগর্ভ অরুণাচল প্রদেশ। দফায় দফায় প্রতিবাদ, বিক্ষোভ, ভাঙচুর। সরকারি সম্পত্তি, গাড়ি ভাঙচুর করে উন্মত্ত জনতা। রবিবার জ্বালিয়ে দেওয়া হয় রাজ্যের উপ মুখ্যমন্ত্রী চাওমা মিয়েনের বাড়ি। বাড়িতে সেসময় কেউ না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। মুখ্যমন্ত্রী প্রেম খান্ডুর বাড়িতেও হামলা করে উন্মত্ত জনতা। রাজ্যের সচিবালয়েও ঢোকার চেষ্টা করা হয়। বিক্ষোভের মাঝে পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। আহত বহু। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই ইটানগরে কার্ফু জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। ইটানগর: দুটি উপজাতি সম্প্রদায়কে স্থায়ী নাগরিকত্ব দেওয়ার সরকারী সিদ্ধান্তের পর থেকেই অগ্নিগর্ভ অরুণাচল প্রদেশ। দফায় দফায় প্রতিবাদ, বিক্ষোভ, ভাঙচুর। সরকারি সম্পত্তি, গাড়ি ভাঙচুর করে উন্মত্ত জনতা। রবিবার জ্বালিয়ে দেওয়া হয় রাজ্যের উপ মুখ্যমন্ত্রী চাওমা মিয়েনের বাড়ি। বাড়িতে সেসময় কেউ না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

বিক্ষোভকারীদের দাবি, ওইসব উপজাতি অসমের বাসিন্দা। তাদের স্বীকৃতি দেওয়া হলে রাজ্যের আদি বাসিন্দাদের স্বার্থ ও সম্মানহানি হবে। বিক্ষোভের মুখে সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী কিরন রিজিজু সকলকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন। এদিকে এই উত্তপ্ত পরিস্থিতির জন্য ইটানগরে বাতিল হয়ে গেল প্রথম আন্তর্জাতিক চলচিত্র উৎসব। বিক্ষোভকারীদের রোষের মুখে পড়ে চলচিত্র উৎসবের মঞ্চ থেকে নাগাল্যান্ডের সঙ্গীতশিল্পী আলোবো নাগার গাড়ি, বাদ্যযন্ত্র। বিপুল ক্ষতির মুখে পড়ে সরকারের কাছে ক্ষতিপূরণের অবেদন জানিয়েছেন শিল্পীরা।