Date : 2024-04-26

জনসংখ্যা বাড়ালে মিলবে আয়করে ছাড়

ওয়েব ডেস্ক: বিশ্বজুড়ে যখন জন্ম নিয়ন্ত্রণের জন্য হইচই চলছে তখন উল্টো পথে হেঁটে শিরোনামে এল এই দেশ। এক বা দুই নয় চারের বেশি সন্তান জন্ম নিলেই মিলবে জীবনভর আয়করে ছাড়। পাশাপাশি রয়েছে নানা সরকারি সুবিধা। সন্তান তিনের বেশি হলেও মহিলারা পাবেন এই সুবিধা। এমনই সিদ্ধান্ত নিয়েছে হাঙ্গেরি। জন্মহার ক্রমাগত কমে যাওয়ায় জনসংখ্যা বৃদ্ধির জন্য এমনই অভিনব পন্থা অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী ভিক্টর অরবান।

তিনি জানিয়েছেন অভিবাসনে রাশ টানতেই দেশের জনসংখ্যা বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। চারের কম সন্তান হলেও গাড়ি কেনা থেকে বাড়ি কেনায় সরকারি ভর্তুকি-সহ রয়েছে নানা প্রকল্প। তিনি আরও বলেন, ‘হাঙ্গেরির জনসংখ্যা প্রতি বছর ৩২ হাজার করে কমছে। দেশের মহিলারা একের বেশি সন্তানে আগ্রহী নন। সেই জায়গাটা পূর্ণ করছে অভিভাসীরা। আমরা শুধু জনসংখ্যা বাড়াতে চাই না, অনেক বেশি হাঙ্গেরীয় শিশু চাই।’ সিরিয়ার মতো লড়াইয়ে বিধ্বস্ত দেশ থেকে শরনার্থী আগমন বন্ধ করতেই এই সিদ্ধান্ত এমনটাই মনে করা হচ্ছে।