Date : 2024-04-20

পুলওয়ামা হামলার কড়া জবাব দিল ভারত

ওয়েব ডেস্ক: পুলওয়ামা হামলার কড়া জবাব দিল ভারত। মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়ে বায়ুসেনার মিরাজ ২০০০ ফাইটার বিমান। বেছে বেছে হামলা চালানো হয় জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটিগুলিতে। বায়ুসেনা সূত্রে খবর প্রায় ১০০০ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয় এই এয়ার স্ট্রাইকে। সূত্রের খবর, প্রায় ৩০০ জঙ্গিকে নিকেশ করা গেছে। ২০১৯-এর ২৬ ফেব্রুয়ারির এই ঘটনা স্মৃতি উস্কে দিয়েছে ২০১৬-র ২৯ সেপ্টেম্বরের। উরিতে জঙ্গি হানার বদলা নিতে ওই দিন পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় নিরাপত্তাবাহিনী। নিয়ন্ত্রণ রেখা থেকে ৫০ কিলোমিটার ভেতরে পাক অধিকৃত কাশ্মীরের খাইবার পাখতুনওয়া এলাকায় এই হামলা চালানো হয়। পুলওয়ামা হামলার পরই ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ১৪ ফেব্রুয়ারী সিআরপিএফ কনভয়ে জঙ্গি হানার ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছিল গোটা দেশ। পুলওয়ামা হামলার ১২ দিন পর প্রত্যাঘাত ভারতের।