Date : 2021-10-16

কূটনৈতিক লড়াইয়ে ভারতের বড় জয়, অভিনন্দনকে দেশে ফেরাচ্ছে পাকিস্তান

ওয়েব ডেস্ক: চাপের মুখে নতি স্বীকার পাকিস্তানের। মিগ ২১ বাইসন যুদ্ধবিমানের চালক অভিনন্দন বর্তমানকে অবশেষে দেশে ফেরাচ্ছে পাকিস্তান। সংসদে খোদ জানালেন ইমরান খান। কাল ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরবেন উইং কমান্ডার অভিনন্দন।

অভিনন্দনকে হেফাজতে নেওয়ার পরই আন্তর্জাতিক স্তরে গভীর চাপের মুখে পড়ে পাকিস্তান। এরপরই শান্তি স্থাপনের বার্তা দিয়ে অভিনন্দনকে ছাড়ার সিদ্ধান্ত নিল ইমরান সরকার।