Date : 2023-11-30

আইটেম নম্বরে ফ্লোর মাতালো এই নায়িকা

ওয়েব ডেস্ক: আইটেম নাম্বারে তাক লাগালেন শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী। ফের আরও একবার খবরের শিরোনামে উঠে এলেন নায়িকা। সত্তর দশকের এক ক্লাসিক ছবি ইনকার-এ হেলেনের বিখ্যাত নাচ ‘মুঙ্গড়া’র সঙ্গে এবার কোমর দোলালেন সোনাক্ষী।

ছবির মূল কোনও চরিত্রে না থাকলেও একটি আইটেমে দেখা যাবে সোনাক্ষীকে৷ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দারুণ হিট হয়েছে সোনাক্ষীর এই নাচ। তবে সমালোচনার ঝড়ও উঠেছে।

কেউ কেউ বলেছেন, আর কতদিনই বা বলিউড ক্লাসিক গানগুলোর রিমিক্স করে দিন কাটাবে বলিউড।

আবার অনেকে বলেছেন, এই গানে নাচের জন্য সোনাক্ষী ছাড়াও অন্যদের নিতে পারত।

যদিও সব উক্তিকে উড়িয়ে দিয়ে সোনাক্ষী একটি সাক্ষাৎকারে বলেছেন, “হেলেন আন্টির গ্রেস আর চার্মকে কখনও ছোঁয়া যাবে না ৷ তাঁকে কপি করতে যাওয়াটাও বোকামি৷ আর তাছাড়া এই গানটা আসল গানটার থেকে অনেকটাই আলাদা।”