Date : 2024-04-26

যান যন্ত্রণা মেটাতে বর্ধিত মা উড়ালপুল

কলকাতা: যানজট মুক্ত যাত্রা পথ গড়ে তুলতে আরও একধাপ এগিয়ে গেল শহর। বিশেষ করে দক্ষিণ কলকাতার কিছু কিছু অঞ্চলে দিনের ব্যস্ততম সময়ে যানজটে নাকাল হতে হয় শহরবাসীকে। তার মধ্যে অন্যতম পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং। নিউ টাউনের দিক থেকে আসা গাড়ির চাপে প্রায় ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে পার্ক সার্কাস ক্রসিং-এ। মা উড়ালপুল থেকে এজেসি রোড ফ্লাইওভার সংযোগকারী নতুন সেতুটির কাজ শেষ হয়েছে। শুক্রবার শহরবাসীর জন্য খুলে দেওয়া হবে মা উড়ালপুলের এই বর্ধিত সেতুটি। ফলে অনেকটাই কমতে পারে পার্ক সার্কাস সেভেনপয়েন্টের যান নিয়ন্ত্রণের সমস্যা। আগে নিউটাউনের দিক থেকে আসা মা উড়ালপুলের গাড়িগুলি সরাসরি পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং-এ নামত এবং ফের এজেসি বোস রোড ফ্লাইওভার ধরে এগিয়ে যেতে। নিত্যযাত্রীদের অভিযোগ এর ফলে পার্ক সার্কাস অঞ্চলে বেশ যানজট দেখা দিত। সমস্যা মেটাতে এবার মা উড়ালপুলের বর্ধিত অংশ জুড়ে দেওয়া হল এজেসি বোস রোড ফ্লাইওভারের সঙ্গে। বর্ধিত এই নয়া সেতুর ফলে অনেকটাই চাপ কমতে পারে পার্ক সার্কাস ক্রসিং-এ। শুক্রবার দুই সেতুর সংযোগকারী এই সেতুর উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র দু বছরে ১.৪৪ কি.মি দীর্ঘ এই সেতুর নির্মান করা হয়। এই সেতু চালু হলে দিনের ব্যস্ত সময়ে দক্ষিণ কলকাতার যান যন্ত্রণা অনেকটাই কমতে পারে। পুরসভা সূত্রে জানানো হয়েছে, পরবর্তীকালে একই ভাবে গড়িয়াহাট থেকে মা উড়ালপুল পর্যন্ত একটি সেতু নির্মাণের পরিকল্পনা আছে রাজ্য সরকারের। এই বিষয়ে সমীক্ষা চালাতেও শুরু করেছে রাজ্য সরকার। সমীক্ষার যথাযথ ছাড়পত্র পেলে আগামী মাসেই এই সেতু তৈরির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কলকাতা পুরসভা।