Date : 2024-04-19

মঙ্গলবার শুরু হল মাধ্যমিক

ওয়েব ডেস্ক: মঙ্গলবার থেকে শুরু হল ২০১৯ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে ৩ মার্চ পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষা শুরু হয় সোমবার বেলা ১১ টা ৪৫ মিনিটে। পরীক্ষা সূচি অনুসারে এদিন বাংলা, ইংরাজী, উর্দু, নেপালি, ওড়িয়া সহ সমস্ত প্রথম ভাষার লিখিত পরীক্ষা ছিল। এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ৬৫ হাজার ৮৯৯ জন। এদের মধ্যে ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ৬১ হাজার ৬৬৯ জন এবং ছাত্রী মোট ৬ লক্ষ ৩ হাজার ৩১১জন। তবে গত বছরের তুলনায় এই বছর পরীক্ষার্থীর সংখ্যা ১৮ হাজার জন কমলেও ছাত্রদের থেকেও বেড়েছে ছাত্রীর সংখ্যা। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, এই বছর মোট ২৮৩৫ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। এই বছর মোট পরীক্ষকের সংখ্যা ১৫৩৭ জন। গত বছরের তুলনায় প্রায় ২০ জন পরীক্ষকের সংখ্যা বেড়েছে। প্রশ্নপত্রের ফাঁস হওয়ার ঘটনাকে রুখতে এবার পরীক্ষাকেন্দ্রেই শুধুমাত্র প্রশ্নের প্যাকেট খোলার নিয়ম চালু করেছে র্পষদ। প্রতিটি প্রশ্নের প্যাকেটে থাকবে ১০ করে প্রশ্নপত্র। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহারে এবার আরো কড়া হয়েছে পর্ষদ। এমনকি পরীক্ষার হলে কোন সামগ্রী ভাঙলে সেই ক্ষতিপূরণ দিতে হবে পরীক্ষার্থীদেরই। পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে যে কোন রকম জমায়েত বা মাইক বাজানোয় নিষেধজ্ঞা জারি করা হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। এছাড়া প্রত্যেকটি কেন্দ্রে থাকছে কড়া পুলিশি প্রহরা। রবিবার পর্যন্ত অ্যাডমিট কার্ডের জটিলতা কাটাতে কাজ চলে মধ্যশিক্ষা পর্ষদের দফতরে। পরীক্ষার্থীদের যে কোন সমস্যার সমাধানে এবার পর্ষদের তরফে কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হয়েছে। কোনও সমস্যায় পড়লে ফোন করা যাবে এই নম্বরে- ০৩৩ ২৩৫৯-২২৭৭, ০৩৩ ২৩৫৯-২২৭৮ ।