Date : 2024-04-25

টানেলে আটকালো মেট্রো, নাজেহাল যাত্রীরা

কলকাতা: মঙ্গলবার থেকে শুরু হয়ে গেছে মাধ্যমিক পরীক্ষা। তারই মধ্যে শহরে আবারও মেট্রো বিপর্যয়। ফের যান্ত্রিক ত্রুটির কারণে টানেলে আটকে রইল যাত্রী বোঝাই মেট্রো রেক। ঘটনার জেরে দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল বিঘ্নিত হয়। চুড়ান্ত ভোগান্তির শিকার হয় যাত্রীরা। বুধবার দুপুর ১.০৫ নাগাদ বেলগাছিয়া থেকে দমদম যাওয়ার পথে একটি এসি মেট্রো রেক আটকে পড়ে টানেলের মধ্যে। বেলগাছিয়া থেকে দমদমের দিকে ছুটে আসা রেকটি আচমকাই প্রচন্ড শব্দ হয় অন্ধকার টানেলের মধ্যে। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিনিয়াররা বলেন, যান্ত্রিক ত্রুটির জন্য আচমকাই এই সমস্যা দেখা দিয়েছে। আপাতত থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগের সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে বলে জানান মেট্রোর ইঞ্জিনিয়াররা।

টানা একঘন্টা দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। রেক থেকে নামিয়ে স্টেশনে নিয়ে আসা হয় যাত্রীদের। এর কিছুক্ষণ আগেই মাধ্যমিক পরীক্ষার্থীরা পৌঁছেছে পরীক্ষা কেন্দ্রে। তাছাড়া শহরে একাধিক ইংরাজী মাধ্যমের স্কুলও এই সময় ছুটি হয়। সেই সময় মেট্রো বন্ধ হয়ে যাওয়ায় হয়রানির শিকার হতে হয় পড়ুয়াদের। দিন কয়েক ছাড়া ছাড়াই শহরের লাইফলাইন হোঁচট খাচ্ছে বার বার। এই নিয়ে যাত্রী বিক্ষোভে একাধিক বার উত্তাল হয়ে উঠেছে মেট্রো স্টেশনগুলি। তবুও সমস্যা মেটানোর দিকে সঠিক দৃষ্টি দিচ্ছেনা কর্তৃপক্ষ, এমন অভিযোগই উঠছে যাত্রীদের তরফে। এদিন যাত্রীদের একাংশ মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, নির্দিষ্ট সময়ে কখনো পৌঁছানো যায় না। গত ৭ ফেব্রুয়ারি নিউ গড়িয়ায় নন এসি রেকে যান্ত্রিক গোলযোগের কারণে বিঘ্নিত হয় পরিষেবা। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের সমস্যায় ক্ষিপ্ত যাত্রীরা।