Date : 2024-04-20

ঝড়-বৃষ্টিতে পার্কের গার্ডওয়াল ভেঙে পড়ল এগরায়

পূর্ব মেদিনীপুর: ধসে পড়ল সৌন্দর্য্যায়নের জন্য তৈরি এগরা পুরসভার রোডসেফটি পার্ক। পরিবহন ও পরিবেশ দফতরের উদ্যোগে মাত্র ছয় মাস আগে এগরা পুরসভা তৈরি করেছিল এই উদ্যান।

৪৪ লক্ষ ২৮ হাজার টাকা খরচ করে এগরা পুরসভা এই পার্ক তৈরি করে। পার্কের উদ্বোধন করেন পরিবেশ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

পার্কটি বয়স্ক ও কচিকাঁচাদের বৈকাল যাপন ও খেলাধুলোর জন্য তৈরি করা হয়। আর কিছুদিন যেতেনা যেতেই বেহাল দশা হয় পার্কের। সোমবার থেকে হওয়া নিম্নচাপের ঝড় বৃষ্টিতে ভেঙে পড়েছে পার্কের একাংশের দেওয়াল।

এগরা এলাকার মানুষের অভিযোগ, পার্ক তৈরির সময় দুর্নীতি হয়েছে। নিম্নমানের জিনিসপত্র দিয়ে পার্ক তৈরি করায় এই অবস্থা হয়েছে। যদিও এগরা পুরসভার পুরপ্রধান শঙ্কর বেরা সব অভিযোগ অস্বীকার করেছেন। পার্কটি ভেঙে পড়ার ঘটনায় এলাকার মানুষ তদন্তের দাবি তুলেছেন।