Date : 2024-04-26

সিওল শান্তি পুরস্কার পাচ্ছেন মোদী

ওয়েব ডেস্ক: নরেন্দ্র মোদীর মুকুটে নয়া পালক। দক্ষিন কোরিয়ার সিওল শান্তি পুরস্কারে ভূষিত হলেন নরেন্দ্র মোদী। গণতন্ত্রকে শক্তিশালী করায় তাঁকে দেওয়া হল এই পুরস্কার। পুরস্কার পেয়ে আপ্লুত মোদী বললেন, ‘এই পুরস্কার আমার নয়, ভারতের জনগনের। সিওল শান্তি পুরস্কার পেয়ে আমি সম্মানিত। এই পুরস্কার বসুবৈধ কুটুম্বকম বার্তার’। পুরস্কারমূল্য ১ কোটি ৩০ লক্ষ টাকা দেওয়া হবে নমামি গঙ্গে প্রকল্প অর্থাৎ গঙ্গা স্বচ্ছতা অভিযানে।

তিনি বলেন, সমস্ত বিশ্বই আমার ঘর, শ্বাশত শান্তি বিরাজ করুক গোটা দুনিয়ায়, এই বার্তাই বহন করে। পুরস্কার মঞ্চে এদিন মোদী আরও বলেন, সিওল অলিম্পিক্স অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। এই সময় শোনা গিয়েছিল আল-কায়দার কথা। এর পাশাপাশি ভারত বিশ্বের জলবায়ু নিয়ে যে গভীর চিন্তায় রয়েছে সেই বার্তাও দেন তিনি। পূর্ব এশিয়ার নতুন দেশ গুলির সঙ্গে এখন সম্পর্ক স্থাপন করছে ভারত। এর আগেই নরেন্দ্র মোদী পেয়েছেন ‘চ্যম্পিয়ন অফ দ্যা আর্থ’ পুরস্কার। প্রসঙ্গত, ১৯৯০ সাল থেকে শুরু হয়েছে সিওল শান্তি পুরস্কার।