নয়া দিল্লি: কখনও রাম, কখনও শিবের অবতারে রাহুল। কখনও দুর্গা অবতারে প্রিয়ঙ্কা, যেখানে মোদী হয়ে গিয়েছেন অসুর! বিহারে কংগ্রেসের জনসভায় এমনই সব পোস্টারে ঢেকে যায় সভা চত্ত্বর। রাহুলের রাম অবতারের তীব্র সমালোচনা করে ইতিমধ্যেই আদালতের দারস্থ হয়েছে রামভক্তরা। রাজ্য কংগ্রেস প্রেসিডেন্ট মদন মোহন ঝা সহ মোট ৫ জন কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। এবার কংগ্রেসের পাল্টা বিজেপি। উত্তর প্রদেশে পোস্টারে প্রিয়ঙ্কা গান্ধীকে ‘অসুর’ হিসাবে দেখানো হল। অনলাইনে এই পোস্টার ছড়ানোর অভিযোগে কাঠগড়ায় বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা সিং রাওয়াতের সমর্থকরা। সূত্রের খবর, ওই পোস্টারে প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকে অসুর হিসাবে দেখানো হয়েছে। আর তাঁকে ‘দুর্গা’ রূপে বধ করছেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা রওয়াত। পোস্টার প্রসঙ্গে প্রিয়াঙ্কা রওয়াতকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। এর আগে কংগ্রেস কর্মীরা রাহুল গান্ধীকে শিবভক্ত হিসেবে দেখিয়েছিলেন, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগড়ে বিধানসভা নির্বাচনের আগে। সেইবারও সমালোচনার ঝড় ওঠে। বিরোধীরা অনেকেই কটাক্ষের সুরে বলেছেন, সস্তা প্রচার পাওয়ার জন্যই এরকম করেছে কংগ্রেস, ওই পোস্টারের কড়া সমালোচনা করে এমনই দাবি জেডিইউ ও বিজেপির।
Facebook
Instagram
Twitter

Rplus is most proud of how its work impacts the real world and how it is using its powerful reach to campaign for and with the people of Bengal.
Recent News
- মজবুত হচ্ছে বাম-কংগ্রেস জোট, মোট ১৯৩ আসনে বোঝাপড়া চূড়ান্ত
- সম কাজে সম বেতনের দাবি, বিধানসভা চত্ত্বরে পার্শ্ব শিক্ষকদের বিক্ষোভে ধুন্ধুমার
- রাজধানীর বুকে কৃষক আন্দোলনের ঢেউ, কৃষক-পুলিশ ধুন্ধুমার, লালকেল্লায় উড়ল পতাকা
- দলের বিরুদ্ধে বিস্ফোরক উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল, শোকজ করল দল
- তৃণমূল শিবিরে ফের ধাক্কা, মন্ত্রিত্বে ইস্তফা রাজীব বন্দ্যোপাধ্যায়ের