Date : 2024-04-25

সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে বাংলাদেশ

ওয়েব ডেস্ক: ভূস্বর্গে মৃত্যু মিছিল। ৪০ জন জওয়ানের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে দেশবাসী। কড়া প্রতিক্রিয়া এসেছে বিভিন্ন মহল থেকে। এরই মধ্যে প্রতিবেশী দেশ ভারতের পাশে দাঁড়াল বাংলাদেশ। ঘটনার পর পরই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সহমর্মিতার বার্তা পাঠান ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি। এর পাশাপাশি সন্ত্রাসবাদের বিরূদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। তাদের তরফে জানানো হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদ দমনে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে বাংলাদেশ।

এই মুহূর্তে জার্মানিতে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে তিনি এক বার্তায় বলেছেন,”এমন দুঃসময়ে আমরা ভারতবাসী এবং ভারত সরকারের পাশে থাকছি। নিহত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক, সেই প্রার্থনা করি।” বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের জওয়ানদের উপর হামলার পর কেটে গিয়েছে দুদিন। ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। কড়া পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল গান্ধীসহ বিরোধীরা। বাংলাদেশের পাশাপাশি ভারতের এই কঠিন সময়ে পাশে থাকার বার্তা দিয়েছে নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স।