Date : 2024-04-26

ফের রক্তাক্ত পুলওয়ামা, শহিদ ১ জন মেজর সহ ৪ জওয়ান

শ্রীনগর: ফের উত্তপ্ত পুলওয়ামা। এখনও টাটকা বৃহস্পতিবারের স্মৃতি। এরই মধ্যে রবিবার রাত থেকে ফের শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই। সূত্রের খবর,ঘটনার পর থেকেই পুলওয়ামার পিংলানে বেশ কিছু জঙ্গির লুকিয়ে থাকার খবর ছিল। সেই অভিযানে নেমেই জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন এক জন মেজর সহ ৪ জওয়ান। এছাড়াও ১ জন স্থানীয় বাসিন্দার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শহিদ জওয়ানরা প্রত্যেকেই ৫৫ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য । সূত্রের খবর, এখনও চলেছে গুলির লড়াই। বৃহস্পতিবার ঘটনার পর থেকেই আঁটোসাঁটো করা হয় নিরাপত্তা। এলাকায় দফায় দফায় তল্লাশি চালাচ্ছিল সেনা।

প্রসঙ্গত, রবিবার রাত বারোটা নাগাদ খবর আসে, ২-৩ জন জইশ জঙ্গি পুলওয়ামার পিংলান গ্রামে লুকিয়ে রয়েছে। তাদের ধরতে সেনা, সিআরপিএফ ও কাশ্মীর পুলিশ গোপন অভিযানে নামে। অচল করে দেওয়া হয় এলাকার ইন্টারনেট,মোবাইল পরিষেবা। সোমবার ভোররাতে নিরাপত্তা বাহিনী একটি বাড়ি ঘিরে ফেলে। সন্দেহ ছিল সেখানেই গা ধাকা দিয়ে রয়েছে জঙ্গিরা। এরপরই শুরু হয় গুলির লড়াই। পালাতে না পেরে বেপোরোয়া ভাবে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে মারাত্মকভাবে আহত হন ১ মেজর সহ ৪ জওয়ান। দ্রুত তাঁদের বাদামিবাগের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁদের। গোয়েন্দাদের অনুমান,পুলওয়ামা হামলায় আত্মঘাতী জঙ্গি আদিল দারের প্রশিক্ষক রশিদ গাজি এখনও এলাকাতেই লুকিয়ে বলে সূত্রের খবর। বৃহস্পতিবার পুলওয়ামার অবন্তীপোরায় ভয়াবহ হামলার পর থেকে টানা তল্লাশিতে নেমেছে সিআরপিএফ, সেনা ও কাশ্মীর পুলিশ।