Date : 2024-04-26

দ্বন্দ্বের মাঝেই সিবিআইয়ের দায়িত্ব নিলেন শুক্লা

নয়া দিল্লি: সিবিআই বনাম কলকাতা পুলিশের দ্বন্দ্ব যখন চরমে, আনুষ্ঠানিক ভাবে এদিন সকাল ১০ নাগাদ সিবিআই অধিকর্তার দায়িত্ব গ্রহণ করলেন আইপিএস অফিসার ঋষি কুমার শুক্লা। দায়িত্ব গ্রহনের পর তাঁকে শুভেচ্ছা জানান সিবিআইয়ের অন্যান্য অফিসাররা। সূত্রের খবর, আগামীকাল কলকাতায় আসতে পারেন শুক্লা। গত শনিবার ১৯৮৪ ব্যাচের এই অফিসারকে সিবিআই অধিকর্তা পদে নিয়োগ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটি। আগামী দু বছরের জন্য মধ্য প্রদেশে প্রাক্তন ডিজিপি ঋষি কুমার শুক্লাকে নিযুক্ত করা হয়। প্রসঙ্গত,বেশ কিছুদিন আগে ঘুষ বিতর্কে নাম জড়ায় সিবিআইয়ের দুই উচ্চপদস্থ কর্তা অলোক ভার্মা এবং রাকেশ আস্থানার। ঘটনা প্রকাশ্যে আসতেই অলোক ভার্মা এবং রাকেশ আস্থানা দুজনকেই ছুটিতে পাঠায় প্রধানমন্ত্রীর দফতর। অন্তর্বর্তীকালীন অধিকর্তার পদে আসেন এম নাগেশ্বর। এদিন সিবিআইয়ের অধির্কতা পদের জন্য চূড়ান্ত নাম ঘোষণা করল কেন্দ্র। প্রসঙ্গত, সিবিআইয়ের অধির্কতা পদের দৌড়ে ছিল ১২ জনের নাম। তালিকায় নাম ছিল বাঙালি অফিসার রীনা মিত্রের। এছাড়া গুজরাটের ডিজি শিবানন্দ ঝা, সিআইএসএফ-এর ডিজি রাজেশ রঞ্জন । পাশাপাশি অধিকর্তার দৌড়ে ছিলেন বিএসএফ ডিরেক্টর রজনীকান্ত মিশ্র, এনআইএ-র ডিজি ওয়াইসি মোদি মুম্বই-এর সিপি সুবোধ জয়সওয়াল ।