ওয়েব ডেস্ক: কথায় বলে ভালোবাসার জন্য আবার বিশেষ কোনো দিন হয় নাকি? তবে ভালোবাসা উদযাপনের জন্য একটা দিন তো চাইই। নিজের ভালোবাসার মানুষকে প্রিয় উপহার বা বিশেষ কোনো সারপ্রাইজ দিয়ে ভালোবাসাটা আরও একবার বুঝিয়ে দিতে চান আজকের দিনে, ভ্যালেনটাইন্স ডে’তে। কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছেন না ঠিক কি উপহার দিলে আপনার প্রিয়র মুখে চওড়া হাসি দেখতে পাবেন? তাহলে এবার আপনাকে এক দারুণ সুযোগ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ এটিএম কার্ডে থাকবে আপনার ভ্যালেন্টাইনের ছবি। আপনার প্রিয় মানুষের ছবি ছাপানোর সুযোগ পাবেন গ্রাহকরা৷ আর এই কারনেই এসবিআই টচ ব্রাঞ্চ খুলেছে ৷
এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার পর এর শাখাগুলিতে বেশ কয়েকটি অত্যাধুনিক কয়েকটি পরিষেবা পাবেন আপনি৷ লাইনে দাঁড়ানোর ঝক্কি পোহাতেও হবে না আপনাকে। এই শাখাগুলিতে গিয়ে আপনি ‘AOK’ কিয়োস্কের মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই আপনি ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে পারবেন৷ ডেবিট কার্ডে ফটো ছাপাতে পারবেন মাত্র ১৫ মিনিটে৷ তবে এর জন্য ব্যাঙ্কের ব্রাঞ্চে আপনাকে যেতে হবে ৷ এরপর অ্যাড অন কার্ডের জন্য আপনাকে আবেদন করতে হবে ৷ এবার আপনি যদি আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে এই গিফ্ট দিতে চান তাহলে তার নামে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে হবে৷ বর্তমানে এই সুবিধা মিলবে দেশের ১৪৩টি ব্রাঞ্চে । আগামী দিনে সংখ্যাটা আরও বাড়বে। তাহলে আর দেরী কেন, এই গিফ্ট বেছে নিতেই পারেন আপনার প্রিয় মানুষটির জন্য।