Date : 2024-03-28

গ্রাহকের তথ্য সুরক্ষিত রয়েছে, জানাল এসবিআই

ওয়েব ডেস্ক: বেশ কিছুদিন আগেই একটি চাঞ্চল্যকর অভিযোগ ওঠে ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক SBI-র বিরুদ্ধে। TechCrunch নামক একটি সংস্থা দাবি করে SBI-র লক্ষ লক্ষ গ্রাহকের ডেটা সার্ভার থেকে চুরি হয়ে গেছে ৷ যা স্বাভাবিক ভাবেই লক্ষ লক্ষ গ্রাহকের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়। এবার মুখ খুলল SBI। সংশ্লিষ্ট সংস্থার দাবি উড়িয়ে তারা জানাল, উপভোক্তাদের নিরাপত্তা ব্যাঙ্কের প্রথম দায়িত্ব৷ গ্রাহকরা যদি ভেবে থাকেন তাদের সঞ্চিত কষ্টের উপার্জন নিরাপত্তার ফাঁক গলে বেরিয়ে যাবে সেই রকম ভাবার কোনও কারণ নেই ৷ SBI -র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অভিযোগ ওঠার পরই ব্যাঙ্ক তদন্ত শুরু করে। পূর্ণাঙ্গ তদন্তের পরই নিশ্চিত হয়েছেন। গুজব ছড়ায় এই বিশাল তথ্য ভান্ডারের হাতবদল হয়েছিল SBI Quick -র টেক্সট মেসেজ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই। সেই বিষয়েও গ্রাহকদের নিশ্চিন্ত করেছে SBI। তাদের দাবি এই মেসেজ অ্যাপ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তাদের পক্ষ থেকে বলা হয়েছে ২৭ তারিখের পর এই বিষয়টির ওপর আরও নজর দেওয়া হবে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে গ্রাহকদের নিরাপত্তা তাদের কাছে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ ৷