Date : 2023-10-02

নতুন বউয়ের সঙ্গে কি করলেন কিং খান?

ওয়েব ডেস্ক: অন্যের হবু বউয়ের সঙ্গে কিং খান যা করলেন। বলিউডের এক ব্যবসায়ীর ছেলের সঙ্গীত অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কিং খান৷ সেখানে থাকা মানে অনুষ্ঠানের কেন্দ্র বিন্দু ছিলেন তিনি। সঙ্গীত অনুষ্ঠানে তো এমনিতেই নাচ গান হয়৷ শাহরুখ তাতেই বাড়তি মাত্রা যোগ করে নেচে গেয়ে সকলের মন জয় করেন৷ এমনকি তাঁর সিনেমার রোম্যান্টিক ডায়লগ বলে পাত্রীটির মন জয় করে নেন কিং খান। শুধু তাই নয়, হবু বউয়ের সঙ্গে নেচেও উঠলেন শাহরুখ। তবে কিং খানের এই ফ্রেন্ডলি বিহেভিওয়েরের জন্য এখন জোর চর্চা চলছে বলি ইন্ডাস্ট্রিতে।