Date : 2021-06-15

গুরুতর অসুস্থ সোনু নিগম

ওয়েব ডেস্ক: খুব একটা ভালো নেই গায়ক সোনু নিগম। যদিও ঘটনাটি দিনকয়েক আগের৷ বান্দ্রার কুরলা কমপ্লেক্সে ডিনার করতে গিয়েছিলেন সোনু। কিন্তু অনেকেরই দাবি খাবার খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন গায়ক। তাঁর সারা শরীরে অ্যালার্জি বেড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু তখন খুব দেরি হয়ে গিয়েছিল। গোটা শরীরেই তা ছড়িয়ে পড়ে। চিকিৎসা যাতে দ্রুত হয়, তাই আইসিইউতে ভর্তি হন সোনু। হাসপাতালের চিকিৎসকরাই তাঁকে এই পরামর্শ দেন। নানাবতী হাসপাতালের তরফে জানানো হয়েছে, দু’দিন চিকিৎসার পর গায়ক এখন অনেকটাই সুস্থ। তবে সম্পূর্ণ সুস্থ হতে তাঁর আরও দিনকয়েক সময় লাগবে। আপাতত চিকিৎসকদের নজরেই রাখা হবে গায়ককে।