মুর্শিদাবাদ: থানায় হামলা চালিয়ে খাগড়াগড় বিস্ফোরণের মূল চক্রী কাওসরকে নিয়ে পালিয়ে যাওয়ার ছক কষে এসটিএফ-এর হাতে ধরা পড়ল আরো দুই জেএমবি জঙ্গি। ধৃত দুই জঙ্গির নাম মোশিবুর রহমান ও রুহুল আমিন। দুজনেই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ঘাঁটি গেড়েছিল। সূত্রের খবর, কাওসরকে নিয়ে পালানোর ছকের সমস্ত খবর চলে আসে এসটিএফ-এর কাছে। খবর পেয়ে মুর্শিদাবাদ পুলিশ ও এসটিএফ যৌথ অভিযান চালিয়ে বিস্ফোরক সহ ২ জঙ্গিকে হাতে নাতে ধরে ফেলে। বুধবার গভীর রাতে তাদের আটক করার পর কলকাতায় নিয়ে আসা হয়। ধৃতদের জেরা করে জানা গেছে অ্যসিড বোমা তৈরির প্রশিক্ষণ নিচ্ছিল তারা। আর অ্যসিড বোমা ব্যবহার করে তারা থানায় হামলা চালানোর পরিকল্পনাও করেছিল। দক্ষিণ ভারতে একাধিক ডাকাতির ঘটনাতেও যুক্ত ছিল ধৃত এই দুই জেএমবি জঙ্গি৷ বুদ্ধগয়া বিস্ফোরণেও কওসরের সাহায্যকারী ছিল ধৃতেরা৷ আপাতত প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছে কওসর৷ আর কয়েকদিনের মধ্যে বুদ্ধগয়া বিস্ফোরণ মামলার শুনানির জন্য ট্রানজিট রিমান্ডে বিহারে নিয়ে যাওয়া হবে কওসরকে৷ কওসরকে জঙ্গিরা ছিনতাই করতে পারলে বুদ্ধগয়া বিস্ফোরণ মামলার শুনানি বানচাল করা যেত। কিন্তু তার আগেই সেই ছক বানচাল করে দিয়েছে এসটিএফ।