Date : 2024-06-21

#MeToo আন্দোলনে তনুশ্রীকে ডাক হার্ভাড বিশ্ববিদ্যালয়ের‍

ওয়েব ডেস্ক: #MeToo-র কারণে এবার অভিনেত্রী তনুশ্রী দত্তকে ডেকে পাঠালো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। কিন্তু কেন? বর্তমানে অভিনেত্রী তনুশ্রী দত্তের পরিচিতি একটু বদলেছে। অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে #MeToo আন্দোলন নিয়ে মুখ খুলতেই তনুশ্রী আন্তর্জাতিক কাগজের শিরোনামে উঠে আসেন।

আর তখন তাঁর পাশে দাঁড়ান বলিউডের বহু মানুষই। এমনকি বিদেশ থেকেও প্রচুর লোকের সমর্থন পান তিনি। আর তারপরই একে একে অভিনেত্রীরা #MeToo-র আন্দোলনে সরব হয়। একের পর এক অভিযোগ উঠতে থাকে। তাই এবার তনুশ্রীর লড়াকু জীবনের কথা তাঁরই মুখ থেকে শুনতে চায় হার্ভাড ইউনিভার্সিটি। রবিবার ইনস্টাগ্রামে নিজেই সে কথা জানালেন তনুশ্রী দত্ত।