Date : 2024-03-29

ক্রিকেটের ২২ গজের গল্প জীবনের ২২ গজে

ওয়েব ডেস্ক: ইতিমধ্যেই বলিউডে ক্রিকেটার নিয়ে বেশ কয়েকটা ফিল্ম হয়েছে। তবে স্পোর্টস এজেন্টের সঙ্গে স্পোর্টসম্যানের সম্পর্ক রুপোলি পর্দায় এত দিন অধরা ছিল। তবে এবার সেই সম্পর্কের ছবিও দেখা যাবে রূপোলি পর্দায়। প্রথমবার এই বিষয় নিয়ে ছবি করতে চলেছেন মিতালি ঘোষাল। ছবির নাম ‘টোয়েন্টি টু ইয়ার্ডস’। এই ছবির পরিচালকের দাবি, ক্রিকেটারদের বায়োপিক অনেক হয়। কিন্তু খেলোয়াড়রা ছাড়াও স্পোর্টস এডেন্টদের ভূমিকা অনেক বেশি। তাই এই ধরনের ছবি তৈরি করার সিদ্ধান্ত নেন। পরিচালক নিজে একজন ক্রিকেট সাংবাদিক হিসাবে নিজের ক্যারিয়ার শুরু করেছিল। এই ছবির কেন্দ্রে রয়েছে একজন এজেন্ট এবং এক তরুণ ক্রিকেটারের সম্পর্ক। এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন জাতীয় টেলিভিশনের হার্টথ্রব বরুণ সোবতি। আর ক্রিকেটারের ভূমিকায় বাঙালি অভিনেতা অমর্ত্য রায়। বরুণ সোবতি চরিত্রটির জীবনের সফলতার পথে হঠাৎ বাঁধা হয়ে দাঁড়াবে কিছু ঘটনা। যা আচমকাই শূন্যে এনে ফেলবে চরিত্রটিকে। ছবিটির ট্রেলারও মুক্তি পেয়ে গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে শহর কলকাতা একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে। এককথায় প্রত্যাশার পারদ চড়িয়ে দেওয়া এই ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ২২ ফেব্রুয়ারি।