ওয়েব ডেস্ক: কাশ্মীরে জঙ্গি নাশকতার ঘটনার জেরে এবার প্রভাব পড়তে পারে বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে। সীমান্তের ভারত পাকিস্তানের মধ্যে লড়াই এবার এসে পড়তে পারে ক্রিকেটের ময়দানে। আসন্ন ক্রিকেট ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের সঙ্গে ম্যাচ বর্জন করার জোরালো সওয়াল উঠেছে ভারতের তরফে। আর এই বিষয়টি নিয়েই এবার মুখ খুলেছে আইসিসি। সিসিআইয়ের প্রধান থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট তারকারা এই ম্যাচ বয়কট করার কথা বললেও আইসিসি এই বিষয়ে তাদের অবস্থান বদল করেনি। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে ম্যাচ নিয়ে কোনো অনিশ্চয়তার সম্ভাবনা এখনই দেখতে পাচ্ছে না তারা। বিশ্ব ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়ে দিয়েছে, এই ম্যাচ নিয়ে এখনও পর্যন্ত কোনো সংশয় নেই।
সম্প্রতি একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বলেছেন, সম্প্রতি সন্ত্রাসবাদী হামলায় ভারত বিপর্যস্ত। ক্ষতিগ্রস্তদের প্রতি আইসিসি-ও সমব্যথী তবে এখনই বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের সময়সূচীর কোন পরিবর্তন হচ্ছে না। ক্রীড়াঙ্গনের বিশ্বের সমস্ত প্রতিবন্ধকতাকে সরিয়ে ফেলার ক্ষমতা আছে। বিশ্বকাপে খেলতে আসা সমস্ত দেশ সেই প্রয়াশই করবে এমনটাই জানিয়েছেন তিনি। টুর্নামেন্ট ডিরেক্টর স্টিভ এলওয়ার্থি বলেছেন, “ক্রিকেট মহাযজ্ঞের সবচেয়ে বড় আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ। দুই দলের লড়াই সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টিং ইভেন্ট। ম্যাচটি ঘিরে সমর্থকদের আবেগ অন্য পর্যায়ের পৌঁছবে”। আইসিসি সূত্রের খবর, প্রচুর ক্রিকেটপ্রেমী টিকিটের জন্য আবেদন করেছেন। শেষ পর্যন্ত সেই মহারণের ভবিষ্যৎ কি হয় তাই দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে ক্রিকেট প্রেমীরা।