কলকাতা: ক্যালেন্ডার বলছে ফাল্গুনের দ্বিতীয় সপ্তাহ। কিন্তু ফুরফুরে বসন্তের বদলে বাতাসে গরম হাওয়া বইতে শুরু করেছে। আর্দ্রতার সঙ্গে রয়েছে ঋতু পরিবর্তনের হাওয়া। হাওয়া অফিস সূত্রে খবর এই গরম বাতাস নাকি কালবৈশাখীর সম্ভাবনা তৈরি করেছে। আবহাওয়া দফতরের অধিকর্তা জানিয়েছেন, “উত্তর ভারত থেকে পশ্চিমি ঝঞ্ঝা রাজ্যের দিকে এগিয়ে আসছে। তার জেরে সোমবার থেকে তিন দিন বৃষ্টি হতে পারে।আগামী সপ্তাহের শুরু থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।” পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রবিবার ঝড় বৃষ্টির সম্ভবনা দেখা দিয়েছে। এর জেরে ফের একধাক্কায় তাপমাত্রা নামতে পারে বেশ কিছুটা। ঝড় বৃষ্টির সঙ্গে বেশ কিছু জায়গায় হতে পারে শিলাবৃষ্টি। বৃষ্টিপাতের পরিমান অন্যান্য বছরের তুলনায় এই বছর বেশি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কিছু দিন আগে পশ্চিমি ঝঞ্ঝা এবং পূর্বালি হাওয়ার সংঘাতে বৃষ্টি হয়েছিল এরাজ্যে। এবার উত্তর পূর্ব-ভারতে। যদিও পাহাড়ে শুক্রবার থেকেই মেঘলা রয়েছে আকাশ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে পাহাড়ের আকাশ কম বেশী মেঘাচ্ছন্ন থাকবে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হবে। অবস্থার পরিবর্তন হবে তবে শনিবারের পর থেকে। তার আগে দক্ষিনবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। রবিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিনবঙ্গের আকাশ মেঘলা থাকবে এবং বিকেলের পর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমান রয়েছে ৯৫ শতাংশ , সর্বনিম্ন ৪২ শতাংশ।