Date : 2024-03-28

পুলওয়ামায় বড়সড় সাফল্য ভারতীয় সেনার, নিহত মাসুদ ঘনিষ্ঠ রশিদ-কামরান

শ্রীনগর:এখনও টাটকা বৃহস্পতিবারের স্মৃতি। এর মধ্যেই ফের উত্তপ্ত পুলওয়ামা। রবিবার রাত থেকে ফের শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই। তবে ঘটনার চারদিনের মাথায় কাশ্মীরে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। সূত্রের খবর, আত্মঘাতী হামলায় বিস্ফোরণের দুই মূল চক্রীকে খতম করেছে সেনা। অনুমান এদের মধ্যে একজন জইশ কমান্ডার ও মাসুদ আজহারের বিশ্বস্ত সঙ্গী কামরান। অন্যজন আফগান নাগরিক ও আইইডি বিশেষজ্ঞ রশিদ গাজি। আরও এক জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গেলেও তার পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। সূত্রের খবর, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী বিস্ফোরণের অন্যতম চক্রী রশিদ গাজি। আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দারকে বিস্ফোরণের প্রশিক্ষণ দিয়েছিলেন রশিদ গাজি। অন্যদিকে জইশের পুলওয়ামা জেলার কমান্ডার ছিলেন কামরান। গোটা অপারেশনের দায়িত্বেও ছিলেন তিনি। সূত্রের খবর, কয়েক মাস আগে পুঞ্চ সেক্টর দিয়ে ভারতে ঢুকেছিল সে। প্রসঙ্গত, রাতভর তল্লাশি অভিযানের পর সোমবার ভোররাতে নিরাপত্তা বাহিনী একটি বাড়িকে ঘিরে ফেলে। সন্দেহ ছিল সেখানেই গা ধাকা দিয়ে রয়েছে জঙ্গিরা। এরপরই শুরু হয় গুলির লড়াই। পালাতে না পেরে বেপোরোয়া ভাবে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে মারাত্মকভাবে আহত হন ১ মেজর সহ ৪ জওয়ান। দ্রুত তাঁদের বাদামিবাগের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁদের।