কলকাতা: শীত শেষ হতে না হতেই ডেঙ্গুর আতঙ্ক শুরু হয়েছে শহর জু়ড়ে। ফাল্গুন মাসে মশার প্রকোপ বাড়তে থাকায় কলকাতা পুরসভার বেশ কিছু ওয়ার্ডে ডেঙ্গুর প্রবনতা দেখা দিয়েছে। মশাবাহিত রোগ থেকে মুক্তি পেতে এবং মশার লার্ভা নির্মুল করতে এবার বিশেষ ভাবে সচেতনতা গড়ে তুলতে চায় কলকাতা পুরসভা। সেই মর্মে মঙ্গলবার কলকাতা পুরসভায় উচ্চপর্যায় বৈঠক ডাকা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার সমস্ত ওয়ার্ডের কাউন্সিলাররা। এছাড়া রেল, মেট্রো রেল, ট্রাম ও কলকাতা পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে জানানো হয়, কলকাতা পুরসভায় মোট ২০টি ওয়ার্ড ডেঙ্গু প্রবন। এমনকি মেয়র স্বয়ং নিজের ওয়ার্ডও ডেঙ্গু প্রবন বলে স্বীকার করেছেন। তাই ডেঙ্গু নিয়ে সচেতনতা প্রচার চালানোর পাশাপাশি রাজ্য সরকার ও কলকাতা পুরসভার যৌথ পদক্ষেপের আর্জি জানিয়েছেন মেয়র। বৈঠকে কলকাতা পুরসভা ও রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে প্রতিদিন ডেঙ্গু বিষয়ক সঠিক খবর আদান-প্রদান করার নির্দেশ দিয়েছেন মেয়র। গত বছর মশার লার্ভা নিধন করতে বিভিন্ন ওয়ার্ডে সাফাই অভিযান চালিয়েও কলকাতা পুরসভা শহরকে পুরোপুরি ডেঙ্গু মুক্ত করতে পারেনি। সচেতনতার পরেও ডেঙ্গুতে মৃত্যুর খবর এসেছে। এবার শীত শেষ হতেই সোয়াইন ফ্লুতে শহরে মৃত্যুর হয়েছে। তাই ডেঙ্গুতে মৃত্যু রুখতে আগে থেকেই তৎপর কলকাতা পুরসভা।