Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হয় হোয়াট্‌সঅ্যাপ, ফেসবুক,ইনস্টাগ্রাম। বিশ্ব জুড়ে থমকে যায় সমাজমাধ্যমের পরিষেবা। কী কারণে বিভ্রাট, এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি মেটা।
  • আজ এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার মামলার সুপ্রিম কোর্টে। ২২ এপ্রিল ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ সেই রায় দিয়েছিল। চাকরি যায় ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর।
  • আরজি করে নির্যাতিতার পরিবারের আইনজীবীর দায়িত্ব ছাড়লেন বৃন্দা গ্রোভার। কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্য বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আইনজীবী বৃন্দা গ্রোভার।
  • দিল্লি বিধানসভা নির্বাচনে একাই লড়বে আম আদমি পার্টি। কোনও দলের সঙ্গেই জোট করবে না আম আদমি পার্টি। জানিয়েছেন আপ নেতা অরবিন্দ কেজরীওয়াল।
  • প্রতারণার শিকার কলকাতার তরুণী। দিল্লি পুলিশের সাইবার অপরাধ শাখার আধিকারিক সেজে তরুণীর টাকা হাতানোর অভিযোগ। ৬৬ লাখ ২৬ হাজার টাকা হাতানোর অভিযোগ। শিয়ালদহ থেকে গ্রেফতার ২। ধৃতদের নাম ধনজি জগন্নাথ শিন্ডে এবং বিনোদ কোন্দিবা পওয়ার। উভয়েই মুম্বইয়ের বাসিন্দা।
  • অশান্ত সিরিয়া। ক্ষমতায় আসছে তদারকি সরকার। তদারকি সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন মহম্মদ আল-বশির। ১ মার্চ পর্যন্ত তিনি সিরিয়ার দায়িত্ব সামলাবেন।
  • বাশার আল আসাদের পতনে অশান্ত সিরিয়া। ৪৮ ঘণ্টায় সিরিয়ার ভূখণ্ডে আকাশপথে অন্তত ২৫০টি হামলা চালিয়েছে ইজরায়েল। বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে দামাস্কাসেও। সিরিয়ার বেশ কিছু বিমানবন্দরেও হামলার অভিযোগ।
  • বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগে। গ্রেফতার ৭০ জন। বাড়তে পারে গ্রেফতারির সংখ্যা। বাংলাদেশে অশান্তির ঘটনায় ৮৮টি মামলা হয়েছে।
  • গৃহযুদ্ধে ধ্বস্ত সিরিয়া। আটকে পড়া ভারতীয়দের নিয়ে বাড়ছিল উদ্বেগ। সিরিয়া থেকে নিরাপদে দেশে ফেরানো হল ৭৫ জন ভারতীয়কে। জানান হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে।
  • জোরাল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ইন্ডিয়া’ জোটের মুখ করার দাবি। অখিলেশ যাদব, শরদ পাওয়ারের পর একই দাবি লালু প্রসাদ যাদবেরও। ওয়াই এস আর কংগ্রেসও নেত্রী হিসাবে সমর্থন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন উদ্ধব ঠাকরের শিবসেনারও।
  • বিনিয়োগের নাম করে প্রতারণার অভিযোগ। অভিনেতা ধর্মেন্দ্রকে সমন পাঠাল দিল্লির আদালত। অভিনেতা-সহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ব্যবসায়ী সুশীল কুমার। রেস্তরাঁ ব্যবসায় বিনিয়োগের নামে প্রতারণার অভিযোগ অভিনেতার বিরুদ্ধে।
  • মৃত্যুদণ্ড কার্যকরে অযৌক্তিক দেরি ঠিক নয়। এতে আসামির অধিকার ক্ষুণ্ণ হয়। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, এই পরিস্থিতিতে ফাঁসির সাজা বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়াতেও ভুল কিছু নেই।
  • বাংলাদেশে বঙ্গবন্ধুর ‘জয় বাংলা’ স্লোগান খারিজ। এই স্লোগান খারিজ বাংলাদেশ সুপ্রিম কোর্টে। ‘জয় বাংলা’ আর বাংলাদেশের জাতীয় স্লোগান নয়। হাইকোর্টে ২০২০ সালে নির্দেশিকায় স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।
  • কয়লা পাচার মামলায় চার্জ গঠন হল মঙ্গলবার। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ৪৯ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হয়। ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দেন বিকাশ মিশ্র। যৌন হেনস্থার মামলায় গ্রেফতার হয়ে প্রেসিডেন্সি জেলে বন্দি বিকাশ। সেখান থেকেই ভার্চুয়ালি হাজিরা দেন তিনি।
  • New Date  
  • New Time  
নিয়ম মেনেই ফিরে আসে বসন্ত…

14
February 2019

নিয়ম মেনেই ফিরে আসে বসন্ত…

কলকাতা: বছর ঘুরে নিয়ম মেনে ফিরে আসে বসন্ত। শব্দ আর বায়ু দূষণের দাপটে ‘সিটি অফ জয়’-এ বসন্তের অনুভুতি আটকে গেছে কংক্রিটের জঙ্গলে। সন্ধ্যের নিভে আসা আলোয় কাছে ঘেঁষে বসে থাকা যুগল ছায়ামূর্তিকে একটু প্রশয়ের হাসি উপহার দেবে সবাই। কারণ নিয়ম মেনে যে’বসন্ত জাগ্রত দ্বারে’। বেশ কয়েক বছর ধরেই বাঙালির মধ্যে প্রচলিত হয়েছে ভ্যালেন্টাইন্স ডে বা প্রেম দিবস উজ্জাপনের চিন্তাধারা। পয়লা ফাল্গুন বা ১৪ই ফেব্রুয়ারি প্রেম দিবস উজ্জাপনের হিড়িকে জমে ওঠে ফুলের বাজার , টুকিটাকি রকমারি জিনিস পত্রের বিকিকিনি। যদিও প্রেম কোন তারিখ সময় মেনে হয় না। অনুভুতিকে তবুও ঘড়ির কাঁটার ২৪ টা ঘন্টায় বেঁধে ফেলেছেন বর্তমান প্রেমিক যুগল। সকাল সকাল কেউ হয়তো শক্তি চট্টোপাধ্যায়ের দুটো লাইন হোয়াটস অ্যাপে সেন্ড করে ঘুম ভাঙিয়েছেন সঙ্গীর।

ব্যস্ত সময়ের মধ্যে থেকে কয়েকটা রঙিন মুহুর্ত কাটাতে শহরের পার্কে পার্কে পৌঁছে গেছেন প্রেমিক যুগল। সন্ধ্যে হয়ে আসার আগে সেখানেই চুম্বনের উষ্ণতায় মজবে প্রেম। ভ্যালেন্টাইন্স ডে নিয়ে সবচেয়ে বেশি উন্মাদনা দেখা যায় স্কুল-কলেজের পড়ুয়াদের মধ্যে। শহরে ভ্যালেন্টাইন্স ডে-তে সবচেয়ে বেশি চাহিদা টুকটুকে লাল গোলাপের তাদের মধ্যেই। যদিও গোলাপের দাম আকাশ ছুঁয়েছে প্রেম দিবসে। শহর থেকে জেলা প্রতি পিস্ গোলাপ এদিন ৫০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে। প্রেম যা মানেনা কোন বাধ্যবাধকতা, মানেনা অভাব, প্রাচুর্য্য। ভালোবাসার দিনে দাম দিয়ে কেনা গাছের গোলাপ না হোক মনের গোলাপ দিয়েও জয় করা যায় ভালোবাসার মানুষকে। শুধু ভ্যালেনন্টাইন্স ডে নয়, সরস্বতী পুজো থেকেই বাঙালির ‘লাভ ইস ইন দি এয়ার’। তাই গোলাপ ফুলের চাহিদা এক সপ্তাহ ধরেই তুঙ্গে ছিল। ফুলই নয় প্রিয় সঙ্গীনিটিকে ভালোবেসে দেওয়া উপহারের তালিকায় রয়েছে টেডিবিয়ার, চকোলেট। পকেটমানির চাপেও ভ্যালেন্টাইন্স ডে-তে ফারের টেডিবিয়ার আর চকোলেটের চাহিদা ছিল তুঙ্গে। নিভৃতে সময় কাটাতে শহরের বিনোদন পার্ক গুলিতে সকাল থেকেই উপচে পড়া ভিড় চোখে পড়ছিল। খাতায় কলমে শীত বিদায় নিলেও উত্তুরে হাওয়ার ফেলে যাওয়া স্পর্শে এখনো বাতাসে হিমেল পরশ রয়েছে। তাই আবহাওয়া পরিবর্তনের কথা মাথায় রেখে খোলা মেলা পোশাকের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পার্কে খোলা আকাশের নিচেই শুধু নয়, ভ্যালেন্টাইন্স ডে-তে সঙ্গীকে নিয়ে রূপোলী পর্দায় নতুন সিনেমা দেখার আসা সবারই থাকে। এই ভ্যালেন্টাইন্স ডে-তেও তার অন্যথা হবে না। শহর থেকে জেলা মাল্টিপ্লেক্সে থেকে সাধারন সিনেমা হল, ময়দানের বাদামভাজা থেকে ককটেল, হুক্কাবার এক কথায় বলা যায় ‘ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত’।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​