Date : 2024-03-28

রাশিয়ার মহাকাশ যানে ছিদ্র কে করল?

ওয়েব ডেস্ক: নোংরা অবস্থায় পড়ে থাকা রাশিয়ার একটি মহাকাশ যানে ছিদ্র দেখা দেওয়ায় হৈ চৈ শুরু হল। এই ছিদ্রটি সেখানে কিভাবে তৈরি হলো সেটা এখনও একটা রহস্য। এর মধ্যেই রাশিয়ার বেসামরিক মহাকাশ সংস্থার প্রধান বিষয়টির রহস্য উদঘাটন করে বলেন, এই ছিদ্র ড্রিল করে করা হয়েছে। এবং ওই মহাকাশ যানের ক্ষতি করার জন্য উদ্দেশ্য প্রনোদিত ভাবে এই কাজ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। আপাতত টেপ লাগিয়েই সেই মহাকাশ যান চালানো হচ্ছে। এবং ছিদ্রের কারণে যানটির ভেতর বায়ুর চাপ সামান্য কমে ক্ষতিগ্রস্ত হয়েছে যানটি। আগে ধারণা করা হয়েছিল মহাকাশে ভাসমান ক্ষুদ্রাতিক্ষুদ্র কোন পাথর যা এক মাইক্রোমিটারের মতো বড়, কিম্বা মহাকাশের কোন অরবিটাল বর্জ্যের আঘাতে এই ছিদ্রটি তৈরি হয়ে থাকতে পারে।

কিন্তু তদন্তের পর সেই আশঙ্কা বাতিল করে দিয়েছেন রুশ বিজ্ঞানীরা। ওই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বর্তমান ছ’জন ক্রু সদস্য অবস্থান করছেন। তাদের মধ্যে তিনজন আমেরিকান, দুজন রুশ এবং একজন জার্মান। সেই অবস্থায় মহাকাশে এভাবে উদ্দেশ্যমূলক ভাবে কে এই ঘটনা ঘটালো তার তদন্ত শুরু হয়েছে। মহাকাশ যানের এমন একটি অংশে ছিদ্র করা হয়েছে যা নভোচারীদের পৃথিবীতে ফিরিয়ে আনার সময় সমস্যা হতে পারে। রাশিয়ায় মহাকাশ শিল্পের একটি সূত্র রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, কাজাখস্তানের বাইকোনর কসমোড্রোমে পরীক্ষার সময় এই মহাকাশ যানটির ক্ষতিসাধন হয়ে থাকতে পারে, এমনটাই অনুমান রাশিয়ান স্পেস এজেন্সির।