Date : 2024-04-20

কমিশনের নজরে রাজ্যের ৬ কেন্দ্র

ওয়েব ডেস্ক: সপ্তদশ লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়েছে ইতিমধ্যেই।

নির্বাচন কমিশনের আদর্শ আচরণ বিধি জারি হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

সমস্ত কেন্দ্রের নির্বাচন সংক্রান্ত সব তথ্য ও খবর দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

রাজ্যে ৬টি লোকসভা কেন্দ্রের নির্বাচন সংক্রান্ত সমস্ত কার্যকলাপের উপর বিশেষ নজর দিতে নির্দেশ দিয়েছে কমিশন।

রায়গঞ্জ, উত্তর কলকাতা, কৃষ্ণনগর, শ্রীরামপুর, আসানসোল, মুর্শিদাবাদ কেন্দ্রে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

কমিশন সূত্রে খবর ৬টি কেন্দ্রের প্রত্যেকটিতে একটি করে পুলিশ অবজার্ভার থাকবেন।

বাকি ৩৬ টি কেন্দ্রের দ্বায়িত্ব থাকবে ১৮ জন নির্বাচন কমিশনের নিয়োগ করা পুলিশ অবজার্ভার।

প্রসঙ্গত, বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচনী ইস্তেহার প্রকাশের সময় একটি ছবি জনসমক্ষে এনে পুলিশ অবজার্ভার পদে নিয়োজিত কে কে শর্মার সঙ্গে আর এস এস-এর ঘনিষ্ঠতার চাঞ্চল্যকর অভিয়োগ এনেছিনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর পরই ওই পদ থেকে বিএসএফ-এর প্রাক্তন ডিজি কে কে শর্মাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন।

তার বদলে স্পেশাল অবজার্ভারের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন আইপিএস বিবেক দুবেকে।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ২৪ জন পুলিশ অবজার্ভার এবং ৪৭ জন জেনারেল অবজার্ভার নিয়োগ করা হবে।

এর মধ্যে ঝড়গ্রাম, দার্জিলিং-এর জন্য আলাদা করে জেনারেল অবজারভার নিয়োগ করা হবে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে।