বর্ধমান: আন্তর্জাতিক নারী দিবসে বর্ধমানের কেন্দ্রীয় সংশোধনাগারের মহিলা কারারক্ষীদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করল জেলা প্রশাসন। সংশোধনাগারের দোতলায় মহিলা কারারক্ষীদের জন্য আলাদা ভাবে ভবন তৈরি করা হয়েছে। নারী দিবস উপলক্ষ্যে নতুন ভবনের দ্বারোদঘাটন করেন বর্ধমানের ডি আই জি নব কুমার সাহা। অনুষ্ঠানে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের সুপার নভীন কুজুর। মহিলা কারারক্ষীদের বাড়তি সুবিধার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রসঙ্গত, বর্ধমানের কেন্দ্রীয় সংশোধনাগারে পুরুষ কারারক্ষীদের জন্য তিনতলা আবাসের উদ্বোধন করতে এসে কারা বিভাগের ডিজি অরুণ কুমার গুপ্তা জানিয়েছিলেন , আস্তে আস্তে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের পরিকাঠামোকে বাড়িয়ে তোলা হবে। তাই মহিলা কারারক্ষীদের জন্য ৮৬ লক্ষ টাকা ব্যয়ে নতুন ভবন তৈরি হল।