Date : 2024-03-28

IPL: বাটলার বিতর্কিত আউট নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া, ম্যাচ শীর্ষে পঞ্জাব

ওয়েব ডেস্ক: ঘরের মাটিতে রাজস্থানকে পরাজিত করে দ্বাদশ আইপিল-এ যাত্রা শুরু করল পঞ্জাব।

সারফারাজের ব্যটের যাদুতে ১৮৪/৪ রান তোলে পঞ্জাব।

এদিকে রাজস্থান১৭০ রানে অল আউট হয়ে যায়।

টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব।

শুরুতেই কেএল রাহুল ধাক্কা খেলেও গেইলের ব্যটিং-এ ঘুরে দাঁড়ায় পঞ্জাব।

প্রথমে মায়ঙ্ক আগারওয়াল পরে সারফারাজকে নিয়ে ক্রিজে টিকে থাকে ক্রিস গেইল।

মায়াঙ্ক ২২ রানে আউট হন। গেইল ৪৭ বলে ৮টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৭৯ রান করেন।

সারফরাজ ৪৬ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে পঞ্জাব।

উইকেট নেন বেন স্টোকস।

তবে সোমবারের ম্যাচের গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাটলারকে যে ভঙ্গিতে আউট করেন অশ্বিন।

বিতর্কিত রান আউট নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।

ঠিক কি করে হয়েছিল সেই বিতর্কিত আউট, রাজস্থানের ইনিংসের সময় ১৩ তম ওভারে বল করছিলেন রবিচন্দ্রন অশ্বিন।

ওভারের পঞ্চম বল করতে গিয়ে অশ্বিন নন স্টাইকিং এন্ড ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়া রাজস্থান ওপেনার জোস বাটলারকে দেখে উইকেট ভেঙে দেন।

আউটের আবেদন করেন অশ্বিন। ফিল্ড আম্পায়ার থার্ড আম্পায়ারের কাছে জানতে চান আউট হয়েছেন কিনা? থার্ড আম্পায়ার আউটও করে দেন।

তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এভাবে আউট হওয়া কি আদৌ সম্ভব?

নিয়ম বলছে বল করার সময় ননস্টাইকিং ব্যাটস ম্যান ক্রিজের বাইরে বেড়িয়ে গেলে বোলার উইকেট ফেলে আউট করতে পারে।

তবে এই ভাবে আউট করা নিয়ে অনেকই অশ্বিনের বিরুদ্ধেও কথা বলছে।

১৯৪৭-৪৮ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরে বিল ব্রাউনকে এই ভাবে আউট করেছিলেন ভারতীয় স্পিনার ভিনু মানকড়।

সেই থেকেই অজি মিডিয়া এই ভঙ্গিতে আউটকে ‘মাঁকড়ীয়’ আউট বলা হয়ে থাকে।

কিন্তু এই ধরনের আউট অনেকেই খেলোয়াড়ের থেকে আশা করেননি বলে অনেকেই প্রশ্ন তুলেছেন।