Date : 2024-03-29

ধেয়ে আসছে গ্রহাণু , এবার কি ধ্বংস হবে পৃথিবী?

ওয়েব ডেস্ক : পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু। আছড়ে পড়তে পারে পৃথিবীর বুকে, এমনই আশঙ্কার কথা জানাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। আগামী ২০ মার্চ গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে যাবে। ইতিমধ্যে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার তরফে গ্রহাণুটির নাম রাখা হয়েছে ‘২০১৯ ডিএনসিডি ৫’। গ্রহাণুটির ব্যাস ৭৫০ ফুট। নাসার তরফ থেকে সতর্কবার্তা থাকলেও গ্রহাণুটি পৃথিবীর কক্ষপথ ছেড়ে বেড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তবুও আশঙ্কা থেকেই যাচ্ছে। ৮ মার্চই পৃথিবীর খুব কাছ দিয়ে বেড়িয়ে গেছে একটি গ্রহাণুটি। এর ব্যাস ছিল ৬৫৬ ফুট।

নাসার তরফ থেকে বলা হয়েছে এই গ্রহাণুগুলি কোনটিই তার ভর বা আয়তনের জন্য পৃথিবীর খুব কাছ দিয়ে বেড়িয়ে যাবে। এই সুযোগে এগুলি পর্ষবেক্ষণ করতে পারলে লাভ হবে গবেষণার ক্ষেত্রে। ২০১৮ সালে পৃথিবীর দিকে ধাবিত হয়ে আসতে দেখা গেছে এলএফ১৬ নামের গ্রহাণুটিকে। এর আকার বিগ বেনের প্রায় দ্বিগুণের ও বেশি। আমামী ২০২৩ সালের মধ্যে এই গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ার প্রবল সম্ভবনা দেখা দিয়েছে। তবে বায়ুমন্ডলের সঙ্গে সংঘর্ষে শক্তি হারিয়ে ফেলবে গ্রহাণুটি তাই বিপদের আশঙ্কা নেই বলেই মনে করছেন মার্কিন বিজ্ঞানীরা।