Date : 2024-04-20

ব্যস্ত অফিস টাইমে ঢাকার বহুতলে আগুন, মৃত ১৯

ওয়েব ডেস্ক: ফের আগুনের করাল গ্রাসে বাংলাদেশের রাজধানী ঢাকা।

এবার ঘটনাস্থল ঢাকার একটি বাইশ তলা বহুতল।

সূত্রের খবর, আগুনের হাত থেকে বাঁচতে বনানীর ওই ২২তলা বহুতল থেকে ঝাঁপ দেন অনেকে।

ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের এফআর টাওয়ারে আগুন লেগে যায়।

ঐ বহুতলেই রয়েছে একাধিক সংস্থার অফিস।

ব্যস্ত অফিস টাইমে আগুন ও ধোঁয়ায় আটকে পড়েন বহু মানুষ। ভয়ে প্রাণ বাঁচতে বহুতল থেকে ঝাঁপ দেন অনেকে।

নিহত ও আহতদের ঢাকার ইউনাইটেড হাসপাতাল, অ্যাপেলো হাসপাতাল ও কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুন নেভাতে ঘটনাস্থলে রয়েছে দমকলের ২৫টি ইঞ্জিন।

আগুন নেভাতে দমকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে সেনা, নৌবাহিনী ,বিমানবাহিনী ও একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা।

আগুনে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে সাত তলা থেকে দশ তলা।

প্রায় ১০০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশের অনুমান।

এদিকে জানা গিয়েছে এই সুবিশাল বহুতলের ছিল না কোনো ফায়ার এগজিট।

যেকারণে আগুনের তীব্রতা বাড়ার আগে সেখানে থেকে বেরোতে পারেননি অনেকেই।

কেন ফায়ার এগজিট ছিল না তা নিয়েও প্রশ্ন উঠেছে।

প্রসঙ্গত,গত ২০ ফেব্রুয়ারী ঢাকার চকবাজারে ভয়াবহ আগুন লাগে।

বিদ্ধংসী আগুনে প্রায় ৭০ জন মানুষের মৃত্যু হয়।