Date : 2024-04-26

ট্যুইটারে ভিডিও পোস্ট,থিম সং নিয়ে আরও বিপাকে বাবুল

ওয়েব ডেস্ক: থিম সং প্রকাশ করা নিয়ে বাবুল সুপ্রিয়র মন্তব্য ঘিরে জল্পনা। বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে থিম সং নকল করা নিয়ে অভিযোগ উঠেছিল।

তিনি দাবি করেছিলেন থিম সং প্রকাশ করেননি। সংশ্লিষ্ট মহলের মত, নিজের জালেই জড়িয়ে পড়েছেন বাবুল।

বিতর্কিত থিম সংটি তিনি প্রকাশ করেছেন ট্যুইটার হ্যন্ডেলে। সেই প্রমানকেই ভিত্তি করেছে নির্বাচন কমিশন।

কমিশনের অনুমোদন না নিয়ে থিম সং প্রকাশ করেছেন তিনি, এই অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে বাবুল সুপ্রিয়কে।

কমিশনের কাছে গানটির বিষয় নিয়ে অভিযোগ জমা পড়েছে তৃণমূল কংগ্রেসের তরফে।

অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের তরফে এক আইনজীবী। বিষয়টি খতিয়ে দেখছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে নেওয়া হতে পারে কড়া পদক্ষেপ।

বাবুলের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ আইনজীবী, থিম সং-এর সিডি নিয়ে এবং গানের বিষয়বস্তু নিয়ে একাধিক অভিযোগ আনেন।

এছাড়া অপরাধে উৎসাহ দেওয়া, ক্ষতিকর কাজ করা, সরকারি আদেশ অমান্য করা এবং কুৎসা করার জন্য বাবুলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন শক্তিগড় থানার সিভিক ভলেন্টিয়ার শ্যামল মন্ডল এবং মেমারির বাসিন্দা তন্ময় ঘোষ।

এদিকে শোকজ করা হয়েছে শুনে বাবুল বলেছেন, তিনি ওই গান প্রকাশ করেননি।

তিনি বলেন, পরিচিত দু’একজনকে গানটি শোনার জন্য দিয়েছিলেন।

শোকজের জবাব দিয়ে বাবুল প্রথম দফায় অভিযোগ থেকে মুক্ত হতে গেলে তাঁর টুইট সমস্যায় ফেলবে।

রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর সূত্রে খবর, ওই গান বাবুল সুপ্রিয় নিজেই ট্যুইটার হ্যান্ডেলে প্রকাশ করেছেন।

তার রেকর্ড ইতিমধ্যেই তুলে নিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর। একটি প্রেস কনফারেন্সে অভিষেক ঘনিষ্ঠ ওই আইনজীবী এদিন অভিযোগ করেন গান নিয়ে বাবুল ভুল তথ্য দিচ্ছেন।