Date : 2024-07-13

বরাতজোরে রক্ষা পেল বাংলাদেশ ক্রিকেট টিম,বাতিল ম্যাচ

ওয়েব ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ২ মসজিদে বন্দুকবাজের হামলা।

বরাতজোরে রক্ষা পেল বাংলাদেশ ক্রিকেট টিম।

বাতিল হল নিউজিল্যান্ড-বাংলাদেশের তৃতীয় টেস্ট ম্যাচ। সূত্রের খবর, এখনও পর্যন্ত এই ঘটনায় ৪৯ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক বেশ কয়েকজন।

ক্রাইস্টচার্চের হেগলে পার্কের মসজিদে শুক্রবার জুম্মার নামাজে জড়ো হয়েছিলেন প্রায় কয়েকশো মানুষ।

সেখানকারই একটি মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট টিমের বাস।

মসজিদের কাছাকাছি আসতেই তাদের কানে আসে গোলাগুলির শব্দ।

টুইটারে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করেন বাংলাদেশের ব্যাটসম্যান তামিম ইকবাল।

তিনি লেখেন কোনও মতে বন্দুকবাজের হাত থেকে গোটা দল বেঁচে গিয়েছে। টিমের আরও এক সদস্য মুসফিকুর রহিম জানিয়েছেন, ক্রাইস্টচার্চে মসজিদে হামলার হাত থেকে আল্লাহ আজ আমাদের বাঁচিয়েছেন।

অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখপাত্র জালাল ইউনুস জানিয়েছেন, টিম মসজিদে ঢোকার আগেই গুলি চলে। তবে গোটা দলই নিরাপদে রয়েছে।