ওয়েব ডেস্ক: মনোহর পর্রীকরের মৃত্যুর পর রাজনৈতিক মহলে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় তাঁর উত্তরসূরী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
বহু টানাপোড়েনের পর গোয়ার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিজেপির বিধায়ক প্রমোদ সাওয়ান্ত।
সোমবার রাত ১:৫০ নাগাদ শপথ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী সব অন্যান্য মন্ত্রীরা।
রবিবার রাতে মনোহর পর্রীকরের মৃত্যুর পর শরিকি বিবাদ চরমে ওঠে।
সোমবার দফায় দফায় শরিকদের সঙ্গে আলোচনায় বসে বিজেপি নেতৃত্ব।
সুযোগ বুঝে আসরে নামে কংগ্রেসও। সরকার গঠনের দাবি জানায় তারা।
তবে শেষ পর্যন্ত গোয়ায় অটুট রইল বিজেপি দুর্গ।