Date : 2024-04-18

উত্তরবঙ্গে তান্ডব সেরে দক্ষিণবঙ্গের পথে কালবৈশাখী

কলকাতা: সকাল হতেই উত্তরবঙ্গের চার জেলায় নেমে এল সন্ধ্যার অন্ধকার।

ঘন কালো মেঘে ঢাকলো আকাশ। প্রবল ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ মুশলধারে ধেয়ে এল কালবৈশাখী।

আগামী ৪৮ ঘন্টার পূর্বাভাস মতোই সাতসকালে কালবৈশাখীর তান্ডবে লন্ডভন্ড হল শৈল শহর দার্জিলিং, ডুয়ার্স, শিলিগুড়ি সহ একাধিক এলাকা।

পাশাপাশি কোচবিহার, জলপাইগুড়িতেও ব্যাপক ঝড় বৃষ্টি হয়।

এদিন উত্তরবঙ্গে ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ৫০ কিমি।

প্রবল ঝড়ে বেশ কয়েকটা বাড়ির চাল উড়ে যায়। গ্রামাঞ্চলে বেশ কিছু বাড়িতে ঝড়ের কারণে ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বেশ কয়েকটি জায়গায় রাস্তায় উপড়ে পড়েছে গাছ। ঝড়বৃষ্টির প্রভাব পড়েছে আলিপুরদুয়ারেও।

বৈদ্যুতিক তারে গাছ উপড়ে পড়ায় শিলিগুড়ির বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

উত্তরবঙ্গের সকালে হওয়া কালবৈশাখীর প্রভাব পড়েনি দক্ষিণবঙ্গে।

তবে আগামী ২৪ ঘন্টার মধ্যে কালবৈশাখী ধেয়ে আসছে দক্ষিণবঙ্গে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে বিকেলের দিকে শহরে হতে পারে ঝড়। হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় ৫০-৬০ কিমি।

প্রবল ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতেও।

সন্ধ্যের দিকে মুখভার হতে পারে আকাশের।

এদিকে কলকাতায় সকালে অস্বস্তির সূচক স্বাভাবিকের থেকে বেশি ছিল।

এদিন দুপুর ৩টে নাগাদ শহরে তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪০ শতাংশ।