Date : 2024-04-17

স্কুল শিক্ষা দফতরের রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর, কাটতে পারে এসএসসি জট

কলকাতা: অনশনের ২৬ দিন পর এসএসসি অনশনকারীদের নিয়ে রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর।

সূত্রের খবর, স্কুল শিক্ষা দফতরের কাছে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে।

অনশনকারীদের দাবির পর্যালোচনা করতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি থেকে চাকরির দাবিতে প্রায় ৩৫০ জন এসএসসি চাকরিপ্রার্থী অনশনে বসেন।

লাগাতার অনশনে অসুস্থ হয়ে পড়েন প্রায় ৮২ জন।

ইতিমধ্যে বহু রাজনৈতিক নেতা থেকে বুদ্ধিজীবীরা আন্দোলন মঞ্চে এসে সহমর্মিতা জানিয়েছেন আন্দোলনকারীদের।

উল্লেখ্য ২০১৬ সালে এসএসসি-র যে ফলপ্রকাশ হয় তার কোন নম্বর উল্লেখ হয়নি।

অনশনকারীদের অভিযোগ, কলেজ বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণদের তালিকায় নামের পাশে নম্বর দেওয়ার ব্যবস্থা আছে।

এসএসসির ক্ষেত্রে তা করা হয়নি শুধুমাত্র বেআইনিভাবে নিয়োগ করার জন্য।

অনশনরত চাকুরিপ্রার্থীরা তালিকায় আলাদাভাবে প্রত্যেকের নম্বর প্রকাশের দাবি জানিয়েছেন।

ধর্মতলার অনশনকে সমর্থন জানিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ক্যাম্পাসে প্রতীকী অনশন পালন করেন।

সোমবার স্কুল শিক্ষা দফতরের কাছে রিপোর্ট চাওয়া হলে বিশেষ বৈঠকে বসেন আধিকারিকরা।

এদিকে রাজ্য জুড়ে শুরু হয়েছে লোকসভা ভোটের প্রচারকার্য।

ফলে অধিকাংশ রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা ব্যস্ত সেই কাজে।

এদিকে অনশন শুরু হয়েছে প্রায় একমাস আগে।

স্বভাবতই সমস্যার সমাধান করা না হলে হতে রাজ্য সরকারের উপর চাপ বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।