Date : 2021-10-29

“চিন্তার স্বাধীনতা যেন বাধা না পায়”:সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক: শহরে প্রদর্শন বন্ধ হয়ে যাওয়ার পর থেকে ‘ভবিষ্যতের ভূত’ নিয়ে সমস্যা মিটছে না।

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কোন প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে না ছবিটি।

জট না কাটায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে প্রযোজনা সংস্থা।

সংস্থার তরফে জানানো হয়েছে, রাজ্যের কোনো হল এই ছবি প্রদর্শনের সাহস করছে না।

রাজ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ লাগু হয়েছে কিনা সেই সংক্রান্ত রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

প্রসঙ্গত, ‘ভবিষ্যতের ভূত’ ছবির প্রদর্শন বন্ধ হয়ে যাওয়ায় সংবিধানে বাক্ স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হয়েছে।

এই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয় প্রযোজনা সংস্থা।

বিচ্ছিন্ন ঘটনা নিয়ে ছবির পরিচালকের সঙ্গে রাজ্য সরকারের মতবিরোধের জল্পনাও সামনে এসেছে একাধিকবার।

শীর্ষ আদালতের বিচারপতি ওয়াই চন্দ্রচূড় এদিন জানান, রাজ্যের সমস্ত প্রেক্ষাগৃহকে চিঠি লিখে জানাতে হবে যে এই ছবি দেখাতে সরকারপক্ষের কোন রকম আপত্তি নেই।

পাশাপাশি শীর্ষ আদালতের বিচারপতি চন্দ্রচূড় একথাও জানান, “এক্তিয়ারের বাইরে গিয়ে সিনেমা বন্ধের নির্দেশ দিয়েছিল পুলিশ। চিন্তার স্বাধীনতা যেন বাধা না পায়, ফুল ফুটুক বাংলায়।”

ইতিমধ্যে রাজ্য সরকারের স্বরাষ্ট্র সচিব ও পুলিশের ডিজি-কে চিঠি পাঠিয়েছে সুপ্রিমকোর্ট। এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি ১ এপ্রিল।