ওয়েব ডেস্ক: ফের খেলার মাঠে মৃত্যু হল খেলোয়াড়ের।
ঘটনাটি ঘটেছে কালীঘাটের কাছে বাটা ক্লাবের মাঠে।
ক্রিকেটার সনু যাদব তার সতীর্থদের সঙ্গে বাটা ক্লাবের মাঠে প্র্যাকটিস করতে এদিন উপস্থিত হন।
মাঠে প্র্যাকটিস চলাকালীন হঠাৎ-ই জ্ঞান হারান তিনি।
এরপর সেখান থেকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সিএবির মেডিকেল টিমের কাছে।
সেখানে অসুস্থ ক্রিকেটার সনুর চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।
চিকিৎসার জন্য তড়িঘড়ি তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে প্রাথমিক পর্যবেক্ষণের পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
তবে ঠিক কি কারণে এই তরুণ ক্রিকেটারের মৃত্যু হল সেই নিয়ে এখনও পর্যন্ত কোন রিপোর্ট দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।