কলকাতা: একের পর এক অগ্নিকান্ডে দগ্ধ হয়ে চলেছে শহর। সূত্রের খবর, শনিবার ৮ টা ১০ মিনিট নাগাদ চিৎপুরের একটি গেঞ্জি কারখানায় আগুন লাগে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। একটি গুদাম থেকে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে অন্য একটি গুদামে। মুহুর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর দেওয়া হয় দমকলকে৷ দমকলের তরফে প্রথমে পাঁচটি ইঞ্জিন পাঠানো হয় ঘটনাস্থলে৷ পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও ইঞ্জিন পাঠানো হয়৷ এখনো পর্যন্ত পাওয়া খবর অনুসারে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
বাগরি কান্ডের পরই শহরে কারখানাগুলির অগ্নি নির্বাপক ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়। অগ্নিনির্বাপক যন্ত্রের জন্য আবেদনও জানিয়েছিলেন দোকানের মালিকরা। সেই প্রক্রিয়ার আগেই দুর্ঘটনা ঘটে গেল চিৎপুরে। কি কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলেই অনুমান স্থানীয় বাসিন্দাদের। তবে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। কিছুদিন আগেই গড়িয়াহাটের নামী বস্ত্র বিপনিতে আগুন লাগে। বাগরি মার্কেটে বিধ্বংসী অগ্নিকান্ডের আতঙ্ক এখনো মানুষের মন থেকে কাটেনি। তারপরেও শহরে একাধিক অগ্নিকান্ড হয়েছে, সেই থেকেও শিক্ষা নিয়েছে শহরবাসী। কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেই চলেছে একের পর এক।