Date : 2022-06-29

ইসলামপুরে ভস্মীভূত বালি বোঝাই লরি

উত্তর দিনাজপুর: বালি বোঝাই লরিতে হঠাৎ আগুন লেগে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।

ঘটনাটি ঘটেছে ইসলামপুরের চোপড়া থানা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের কাছে।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১১ নাগাদ বালি বোঝাই করে কিষাণগঞ্জ থেকে চোপড়ার দিকে যাচ্ছিল একটি লরি।

চোপড়া থানার কালাগছ এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে লরিটি পৌঁছতেই আচমকা আগুন লেগে যায়।

স্থানীয়রা আগুন নেভানোর সাহায্য করে।

খবর পেয়ে এলাকায় এসে পৌঁছায় পুলিশ।

ইসলামপুর থেকে দমকলের দুটি ইঞ্জিন এসে লরিটির আগুন নেভায়।

লরিতে আগুন লাগায় ৩১ নং জাতীয় সড়কে প্রবল যানজট সৃষ্টি হয়।

আগুন নিভে এলে জাতীয় সড়কের যানজট নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ঘটনার জেরে লরির চালক ও খালাসির কোন শারীরিক ক্ষতি হয়নি বলে জানা গেছে।

লরির চালক জানিয়েছে, বৈদ্যুতিক তার থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে।

লরিটিতে শুধুমাত্র বালি বোঝাই থাকায় তেমন কোন ক্ষতি হয়নি লরির।