Date : 2024-04-26

বাড়িতে জমছে বিয়েবাড়ির কার্ড। কিভাবে সাজবেন ভেবে মাথায় হাত?

ওয়েব ডেস্ক: ক্যালেন্ডার বলছে বিয়ের মরশুম একেবারে মধ্যগগনে। ইতিমধ্যেই বেশকয়েকটা কার্ডও নিশ্চয় হাতে পেয়েও গিয়েছেন।

সঙ্গে সারাবছর ব্যাপী নানা পার্টি। কিভাবে নিজেকে সকলের “সেন্টার অফ অ্যাটর্কশ্যান”এ পরিণত করবেন ভেবেছেন কিছু?

বিয়েবাড়ির রাত মানেই প্রথম যেটা মাথায় আসে সেটা হল শাড়ি,সোনালী গয়নায় সাবেকি সাজ।

কিন্তু আপনার সেই চেনা লুকের বাইরে বেরিয়ে কি সাজতে চান ‘জারা হটকে’?

অন্যকিছু ট্রাই করতে চাইলে আপনার প্রথম চয়েস হতেই পারে ওয়ান-পিস। এটাই এখন ট্রেন্ড৷ সঙ্গে পায়ে থাক হাই-হিলের জুতো এবং মানানসই কানের দুল৷

হালকা পোশাকে স্বচ্ছন্দ হলে সিল্কের কুর্তি সঙ্গে পরতে পারেন হালফ্যাশনের পালাজো। মানানসই গয়নাগাটি পরতে ভুলবেন না কিন্তু।


অনেকেই আবার বিয়েবাড়ির সাজ শাড়ি ছাড়া ভাবতেই পারেননা। ট্রাডিশনাল শাড়িতেই চান নয়া লুক? ব্লাউজের কথা ভুলে পরুন কুর্তি কিংবা কোনও টপ। ব্যাস কেল্লাফতে!


শাড়ির পাশাপাশি বিয়েবাড়িতে সেজে ওঠার জন্য লেহেঙ্গাকে বেছে নেন অনেকেই৷ সেই সাজেই ফিউশনের মশলা মেশাতে শার্টের সঙ্গে পরতে পারেন লেহেঙ্গা৷ একপাশে ঝুলিয়ে নিন ওড়না৷ এই সাজেই আপনি হয়ে উঠতে পারেন অনন্যা।