পূর্ব বর্ধমান: ক্যালেন্ডারে তারিখ মেনে বৃহস্পতিবার রাজ্য জুড়ে পালিত হল বসন্ত উৎসব।
কিন্তু বাঙালির উৎসবের শুরু শেষ কখনই একদিনে হয় না।
দোলের পরেরদিন আবির খেলায় মেতে উঠল বর্ধমানবাসী।
বর্ধমান রাজবাড়ি থেকে বসন্ত উৎসবের সূচনা হয়।
রাজার আমল থেকেই দোলের পরদিন এখানে হোলি খেলায় মেতে ওঠে মানুষ।
লোকসভা নির্বাচনে মানুষকে ভোটদানে উদ্বুদ্ধ করতে এই দিনটাকেই বেছে নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন।
নির্বিঘ্নে যাতে নিজের ভোটাধিকার মানুষ প্রয়োগ করতে পারেন তার জন্য নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। ভোটের ম্যাসকট ভোট্টু।
বর্ধমান জেলায় ভোটের ম্যাসকট নতুন গ্রামে কাঠের প্যাঁচা।
শুক্রবার দুপুরে জেলাশাসকের দফতরের সামনে ভোট্টুর সঙ্গে হোলি খেলায় মেতে ওঠেন সাধারণ মানুষ।
‘ভোট্টুর সঙ্গে রঙ খেলা’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব , অতিরিক্ত জেলাশাসক অরিন্দম নিয়োগী , তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী প্রমুখ।
সবাই যাতে ভোট দেন তার আবেদন করা হচ্ছিল হোলি খেলার মাধ্যমে।
দুজন মানুষকে ভোট্টুর মুখোশ পরিয়ে ম্যাসকটের সাজে সাজানো হয়।
নানা ভাবে ভোটদানের আবেদন করা হচ্ছিল।
এছাড়া নাচ গান, ঢাকের আনন্দে দোল উৎসব পালন করল বর্ধমানবাসী।
দেদার রঙ খেলার মাঝে চলল ভোটদানের আবেদন। দোলের রঙে ঘোষিত হল বহুবর্ণের গণতন্ত্রের উৎসব।