Date : 2024-04-24

বালাকোট নিয়ে প্রশ্ন পিত্রোদা’র, ভারতীয়রা ক্ষমা করবে না বললেন মোদী

ওয়েব ডেস্ক: “বিরোধীরা জঙ্গিদের সম্পর্কে নরম মনোভাবাপন্ন”, এই সুরে কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সম্প্রতি একটি সাক্ষাতকারে রাহুল গান্ধীর পরামর্শদাতা ও কংগ্রেসের বিদেশ শাখার দায়িত্বপ্রাপ্ত শ্যাম পিত্রোদা বালাকোট প্রসঙ্গে মন্তব্য করেন।

তিনি বলেন, বালাকোট হামলায় কতজনের মৃত্যু হয়েছে তার সঠিক পরিসংখ্যান দেওয়া উচিত সরকারের।

পিত্রোদার এই মন্তব্যের প্রতিবাদে ট্যুইটারে সরব হন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেন, ‘কংগ্রেস সভাপতির পরামর্শদাতা সেনাকে অপমান করে, এখন পাকিস্তানের জাতীয় দিবসের উজ্জাপন শুরু করে দিয়েছেন।’ দেশের ১৩০ কোটি মানুষ ওদের ক্ষমা করবে না।

এখানেই থেমে থাকেননি তিনি।

অন্য একটি ট্যুইটে মোদী লেখেন,গোটা দেশ জানে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়নি কংগ্রেস।

কিন্তু দেশ বদলে গিয়েছে।

আমরা এখন জঙ্গিদের ভাষাতেই সন্ত্রাসের উত্তর দেব।

প্রসঙ্গত,সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাতকারে পিত্রোদা বলেন, বালাকোটে ঠিক কতজন জঙ্গি মারা গিয়েছেন, তা এখনও জানা যায়নি। বিভিন্ন মিডিয়া নানা ধরণের তথ্য দিয়েছে।

দেশবাসী হিসেবে সঠিক তথ্য জানার অধিকার তাঁর রয়েছে।

পাশাপাশি মুম্বই হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আটজন লোক মুম্বইয়ে এসে কিছু একটা করেছিল। তার জন্য আমরা গোটা একটা দেশে হামলা করতে পারিনা”।

বালাকোটে এয়ার স্ট্রাইকের পর বিভিন্ন সূত্র থেকে খবর আসতে শুরু করে এয়ার স্ট্রাইকে কমপক্ষে ৩০০ জঙ্গি নিকেশ করা গেছে।

কিন্তু সরকারিভাবে কোনও তথ্য প্রকাশ্যে আনা হয়নি।

এরপর থেকেই বিরোধীদের তরফে এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।