Date : 2021-09-18

কঙ্গনা এবার আম্মার চরিত্রে

ওয়েব ডেস্ক: ক্রিকেটার থেকে রাজনীতিবিদ, বলিউডে বায়োপিক তৈরির ধুম পড়ে গেছে।

নরেন্দ্র মোদীর বায়োপিকে ইতিমধ্যেই অভিনয় করেছেন বলি অভিনেতা বিবেক ওবেরয়।

এবার খ্যাত নামা দক্ষিণী রাজনীতিবিদ জয়ললিতাকে নিয়ে তৈরি হতে চলেছে বায়োপিক।

আম্মার চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা।

ছবির নাম ‘থালাইভি’। তবে এই ছবি তামিল দর্শকদের কথা ভেবেই নির্মান করা হচ্ছে।

পরবর্তীকালে হিন্দিতে ছবির ডাবিং করা হবে। হিন্দিতে ছবির নাম ‘জয়া’।

নিঃসন্দেহে বলাই চলে ছবিটি বিগ বাজেটের, কারণ মুখ্য চরিত্রে অভিনয় করে কঙ্গনা নিজেই ছবি বাবদ নিচ্ছেন ২৪ কোটি টাকা।

এখনও পর্যন্ত কোনও দক্ষিণী ছবিতে অভিনয়ের জন্য বা মুখ দেখানোর জন্য বলিউডের কোনও অভিনেতাকেই দেওয়া হয়নি ২৪ কোটির পারিশ্রমিক।

প্রযোজকের লক্ষ্য ছবিকে গোটা দেশের কাছে পৌঁছে দেওয়া।

ছবিটি যেহেতু তৈরি হচ্ছে জয়ললিতাকে নিয়ে, তাই ছবির মুখ্য ভূমিকায় থাকছে কঙ্গনা।

‘মনিকর্ণিকা’র পর ফের নায়িকা কেন্দ্রিক ছবিতে একাই একশো হয়ে উঠবেন কঙ্গনা।

এর আগে মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য ঐশ্বর্য রাই, বিদ্যা বালানের নাম প্রস্তাব করা হলেও কঙ্গনাকেই শেষ পর্যন্ত বেছে নেন পরিচালক। বছর কয়েক আগেও ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল অভিনেতা নির্ভর।

কিন্তু কঙ্গনা, বিদ্যা, দীপিকা, আলিয়া আসার পর প্রমান করে দিয়েছে বলিউডে অভিনেত্রী কেন্দ্রিক ছবি হওয়া সম্ভব।