Date : 2021-09-18

সন্তানের টানে ফিরল বিমান…

ওয়েব ডেস্ক: এমনও নাকি হয়! আমাদের চারপাশে ভুলো মন মানুষের নেহাত অভাব নেই। কিন্তু তাবলে এরম? ভাবলেও শিউরে উঠতে হয়। কোলের সন্তানকে বিমানবন্দরে ফেলেই বিমানে চড়লেন মা। উড়ানের আধ ঘন্টা পর তার হুঁশ ফেরে, সন্তানকে বিমানবন্দরেই ফেলে এসেছেন তিনি। তারপর?

সৌদি আরবের জেড্ডা থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী উড়ানে ঘটনাটি ঘটে। উড়ানের আধঘন্টা পর সন্তানের কথা মনে পড়ায় বিমানে রীতিমতো হইচই শুরু করেন ঐ সৌদি মহিলা। (প্রতীকী ছবি)
মহিলার অনুরোধে টেক অফের পরই জেড্ডা বিমানবন্দরে ফিরতে বাধ্য হয় এসভি-৮৩২ যাত্রীবাহী বিমানটি। (প্রতীকী ছবি)
মহিলা জেড্ডা পৌঁছনোর পর, তাঁর হাতে শিশুকে তুলে দেয় বিমান কর্তৃপক্ষ। (প্রতীকী ছবি)
গোটা ঘটনায় স্তম্ভিত বিমান কর্তৃপক্ষ। এক আধিকারিক জানান, ‘আমাদের এই অভিজ্ঞতা প্রথম। মায়ের কাছে শিশু ফেরাতে পেরে আমরা খুশি।’ (প্রতীকী ছবি)

সব মিলিয়ে এই ঘটনা মনে করিয়ে দিয়েছে বিখ্যাত হলিউডি ছবি হোম অ্যালোন-এর। ভুল করে শিশুকে বাড়িতে একা রেখে বিমানে চেপে পড়েছিলেন পরিবারের সবাই। বিমানে বসার পর মনে পড়েছিল, সঙ্গে নেই ৮ বছরের কেভিন ম্যাকাউল কালকিন। সৌদির এই ঘটনা যেন রিল আর রিয়েলকে মিলিয়ে দিয়েছে।