ওয়েব ডেস্ক: এমনও নাকি হয়! আমাদের চারপাশে ভুলো মন মানুষের নেহাত অভাব নেই। কিন্তু তাবলে এরম? ভাবলেও শিউরে উঠতে হয়। কোলের সন্তানকে বিমানবন্দরে ফেলেই বিমানে চড়লেন মা। উড়ানের আধ ঘন্টা পর তার হুঁশ ফেরে, সন্তানকে বিমানবন্দরেই ফেলে এসেছেন তিনি। তারপর?
সব মিলিয়ে এই ঘটনা মনে করিয়ে দিয়েছে বিখ্যাত হলিউডি ছবি হোম অ্যালোন-এর। ভুল করে শিশুকে বাড়িতে একা রেখে বিমানে চেপে পড়েছিলেন পরিবারের সবাই। বিমানে বসার পর মনে পড়েছিল, সঙ্গে নেই ৮ বছরের কেভিন ম্যাকাউল কালকিন। সৌদির এই ঘটনা যেন রিল আর রিয়েলকে মিলিয়ে দিয়েছে।